বৃহস্পতিবার, ১৩ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা

ভোটের মাঠে লড়াই হবে চাচা-ভাতিজার

নিজস্ব প্রতিবেদক, রংপুর

ভোটের মাঠে লড়াই হবে চাচা-ভাতিজার

রংপুর-২ (বদরগঞ্জ-তারাগঞ্জ) আসনে প্রতীক পেয়েছেন প্রতিদ্বন্দ্বিতাকারী ১০ জন প্রার্থী। শুরু হয়েছে প্রচার-প্রচারণা। তবে আলোচনার শীর্ষে রয়েছেন আওয়ামী লীগের মনোনয়নপ্রাপ্ত বদরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি বর্তমান এমপি আবুল কালাম মো. আহসানুল হক চৌধুরী ডিউক (নৌকা) ও জাতীয় পার্টির উপজেলা সভাপতি আসাদুজ্জামান চৌধুরী সাবলু (লাঙ্গল)। সাবলু চৌধুরীর চাচাতো ভাই প্রয়াত আবদুল মমিন চৌধুরীর ছেলে হলেন ডিউক চৌধুরী। ভোটের মাঠে চাচা-ভাতিজার লড়াই এ আসনের ভোটারদের মাঝে তাই বাড়তি উত্তেজনার সৃষ্টি করেছে। মহাজোটের আসন ভাগাভাগি নিয়ে বেশ কয়েকদিন ধরে চলছিল টানটান উত্তেজনা।

সর্বশেষ খবর