শিরোনাম
শুক্রবার, ১৪ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা
গাজীপুর-৪

জমে উঠেছে রিমি-রিয়াজের প্রচারণা

শেখ সফিউদ্দিন জিন্নাহ্

জমে উঠেছে রিমি-রিয়াজের প্রচারণা

প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন আওয়ামী লীগ-বিএনপিসহ অন্য প্রার্থীরা। কে কাকে ভোট দিবেন এমন আলাপচারিতা এখন চায়ের দোকানে। কেউ বলছেন নৌকায় ভোট দিলে এলাকার উন্নয়ন হয়। আবার কেউ বলছেন ধানের শীষে ভোট দিলে উন্নয়ন হয়। কেউ বলছেন আমাদের পক্ষে কাজ করবেন এমন প্রার্থীকেই ভোট দিব। আবার দলীয় প্রতীকের চেয়ে ব্যক্তি ইমেজকে প্রাধান্য দিচ্ছেন কেউ কেউ। সকাল থেকে মধ্যরাত অবধি ভোটারদের কাছে ছুটে বেড়াচ্ছেন এমপি প্রার্থীরা। আর এ চিত্র এবারের নির্বাচেন গাজীপুর-৪ কাপাসিয়ার। আওয়ামী লীগ ও বিএনপির হেভিওয়েট দুই প্রার্থীর প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে। এ আসন এলাকায় জন্ম দেশের প্রথম প্রধানমন্ত্রী বঙ্গতাজ তাজউদ্দীন আহমদ ও বিএনপির সাবেক মন্ত্রী প্রয়াত নেতা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আ স ম হান্নান শাহর। আর এই দুই নেতার উত্তরসূরিরা এবারের নির্বাচনে আওয়ামী লীগ ও বিএনপির প্রার্থী হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ আসনে এখন চমক সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমদ সোহেল তাজ। তিনি এখন প্রতিদিন সকাল থেকে মধ্যরাত অবধি বড় বোন নৌকার প্রার্থী সিমিন হোসেন রিমির পক্ষে ভোট চেয়ে বেড়াচ্ছেন। অপরদিকে বিএনপির প্রার্থী শাহ রিয়াজুল হান্নান রিয়াজ তার প্রয়াত বাবা হান্নান শাহর রেখে যাওয়া কাজের ধারাবাহিকতা ধরে রাখতে ধানের শীষের পক্ষে ভোট চান।

সর্বশেষ খবর