শিরোনাম
শুক্রবার, ১৪ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা
চট্টগ্রাম-৫

জাপার প্রার্থী আছে মাঠে কর্মী নেই

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

জাপার প্রার্থী আছে মাঠে কর্মী নেই

চট্টগ্রাম-৫ আসনে মহাজোট তথা জাতীয় পার্টির একমাত্র প্রার্থী থাকলেও মাঠে নেই জাতীয় পার্টির তৃণমূলের নেতা-কর্মীরা। এ নিয়ে এলাকাজুড়ে চলছে নানা গুঞ্জন। অনেকে বলছেন, এবার বিএনপি জোটের প্রার্থী নির্বাচনে অংশগ্রহণ করায় মহাজোট প্রার্থীর সমর্থকরা একটু নড়েচড়ে উঠেছেন। যদি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হয়, তাহলে ঐক্যফ্রন্ট ও মহাজোটের প্রার্থীর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে বলে জানান তারা। এবারের নির্বাচনে চট্টগ্রাম-৫ (হাটহাজারী) আসনে মহাজোটের প্রার্থী জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য বন ও পরিবেশমন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এবং ঐক্যফ্রন্টের প্রার্থী বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) মুহাম্মদ ইবরাহিম। জোটের প্রার্থী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ জোট নেতা-কর্মীদের নিয়ে প্রচারণায় মাঠে আছেন। সর্বশেষ আমানবাজার এলাকায় প্রচারণা চালানো হয়। নাম প্রকাশ না করার শর্তে জাতীয় পার্টি হাটহাজারী উপজেলার কয়েকজন নেতা-কর্মী বলেন, হাটহাজারী আসনের প্রার্থীর পক্ষে আওয়ামী লীগের নেতা-কর্মীরা সভা-সমাবেশ, প্রচার-প্রচারণা করলেও পৃথকভাবে দলের নেতা-কর্মীরা হাটহাজারী এলাকায় এখন নেই বললেই চলে। কোনো ধরনের তৎপরতা, সাংগঠনিক মিটিংও নেই জাতীয় পার্টির উত্তর জেলা কমিটি বা উপজেলা সাংগঠনিক কমিটিরও।

সর্বশেষ খবর