শনিবার, ১৫ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা

নরসিংদী সদরে হবে ত্রিমুখী লড়াই

সঞ্জিত সাহা, নরসিংদী

নরসিংদী সদরে হবে ত্রিমুখী লড়াই

নির্বাচন ঘনিয়ে এলেও উত্তাপ নেই নরসিংদী-১ (সদর) আসনে। তবে রাজপথ আঁকড়ে ধরে মিটিং-মিছিল, গণসংযোগ চালিয়ে যাচ্ছেন আওয়ামী লীগ প্রার্থী। ভোটারদের বাড়ি বাড়ি ঘুরে নৌকার জন্য ভোট প্রার্থনা করছেন প্রার্থী ও আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা। তবে মাঠে নেই বিএনপি। দলীয় নেতা-কর্মীদের জামিনে মুক্ত করতে কারাগার ও কোর্ট চত্বরেই তাদের দিন কেটে যাচ্ছে। সদর আসনের বিএনপি প্রার্থী খায়রুল কবির খোকন, থানা বিএনপির সাধারণ সম্পাদক নূরুল ইসলাম, যুবদল সভাপতি মহসিন হুসাইন বিদ্যুৎসহ বিএনপির প্রায় ৫ শতাধিক নেতা-কর্মী কারাগারে রয়েছেন। মামলা ও গ্রেফতারি পরোয়ানা রয়েছে বেশির ভাগ নেতা-কর্মীর বিরুদ্ধে। তাই নির্বাচনের মাঠে প্রচারণায় নামতে পারছেন না বিএনপি নেতা-কর্মীরা। ভোটাররা বলছেন, এবার একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফাঁকা মাঠে গোল দেবে আওয়ামী লীগ।

এই আসনে আওয়ামী লীগের নৌকা প্রতীক নিয়ে লড়ছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী লে. কর্নেল (অব.) নজরুল ইসলাম হিরু। বিএনপির ধানের শীষ নিয়ে লড়ছেন দলটির যুগ্ম-মহাসচিব খায়রুল কবির খোকন। লাঙ্গল প্রতীক নিয়ে লড়ছেন মো. শফিকুল ইসলাম। ইসলামী আন্দোলন বাংলাদেশ দলের প্রার্থী হাতপাখা নিয়ে লড়ছেন আশরাফ হোসেন ভূঁইয়া। বাংলাদেশ সমাজতান্ত্রিক দল থেকে মই নিয়ে লড়ছেন মোবারক হোসেন আকন্দ। গণফ্রন্টের জাকির হোসেন (মাছ)। জাকের পার্টি থেকে গোলাপ ফুল নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন আরিফুল ইসলাম ভূঁইয়া। এই আসনে একাধিক প্রার্থী থাকলেও মূলত প্রতিদ্বন্দ্বিতা হবে নৌকা ও ধানে শীষ প্রার্থীর মধ্যে।

সর্বশেষ খবর