শিরোনাম
শনিবার, ১৫ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা

রংপুরের ভোটের মাঠে পোস্টার আছে, প্রার্থী নেই

নিজস্ব প্রতিবেদক, রংপুর

ভোট উত্তাপে ভাসছে রংপুর। চলছে মাইকিং। দুলছে সাদা-কালো পোস্টার। প্রার্থীরা ছুটছেন ভোটারদের কাছে। উঠান বৈঠক থেকে শুরু করে পথসভা সবখানেই ভোট প্রার্থনা। সঙ্গে ভোটারদের আকৃষ্ট করতে প্রতিশ্রুতির ফুলঝুরি। এমন সরগরম প্রচারণায় এখনো মাঠে দেখা মেলেনি সাবেক রাষ্ট্রপতি জাতীয় পার্টি চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের। তবে তার ব্যানার পোস্টারে ছেয়ে গেছে রংপুর-৩ আসনের প্রতিটি পাড়া-মহল্লা। এ আসনে বিএনপির প্রার্থী রিটা রহমানের মাঠে দেখা মেলেনি। না পোস্টার না প্রচারণা। ন্যাশনাল পিপলস পার্টি অব বাংলাদেশের চেয়ারম্যান রিটা রহমান। আজকালের মধ্যেই তিনি আনুষ্ঠানিক প্রচারণায় নামবেন বলে জানিয়েছে বিএনপির এক কর্মী। অন্যদিকে নানা চড়াই-উতরাই পেরিয়ে প্রার্থিতা ফিরে পাওয়া রংপুর-৫ (মিঠাপুকুর) আসনের বিএনপি সমর্থিত জামায়াত নেতা অধ্যাপক গোলাম রব্বানীও নেই মাঠে। তার বিরুদ্ধে সহিংসতা-নাশকতার একাধিক মামলা থাকায় আত্মগোপনে আছেন তিনি।

সর্বশেষ খবর