শনিবার, ১৫ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা

প্রবাসীবান্ধব নির্বাচনী ইশতেহার দাবি আয়েবার

মোসাদ্দেক হোসেন সাইফুল, ফ্রান্স

বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর নির্বাচনী ইশতেহারে প্রবাসী বাংলাদেশিদের স্বার্থসংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ বিভিন্ন ইস্যুকে অগ্রাধিকার দিতে হবে। গত বুধবার ফ্রান্সের রাজধানী প্যারিসের সদর দফতরে অনুষ্ঠিত বিশেষ সংবাদ সম্মেলনে এ দাবি উত্থাপন করেছে ইউরোপে বসবাসরত বাংলাদেশিদের সংগঠন অল ইউরোপিয়ান বাংলাদেশ অ্যাসোসিয়েশন (আয়েবা)।

সংবাদ সম্মেলনে ইউরোপের বিভিন্ন দেশের আয়েবা নেতারা বক্তব্য রাখেন। মূল বক্তব্য প্রদানকালে আয়েবা মহাসচিব কাজী এনায়েত উল্লাহ সুনির্দিষ্ট তিনটি বিষয়ে বাংলাদেশের প্রধান রাজনৈতিক দলগুলোর দৃষ্টি আকর্ষণ করেন। তিনি বলেন, শতকরা দশ ভাগ সংসদ সদস্য (এমপি) অবশ্যই প্রবাসীদের মধ্য থেকে মনোনীত হতে হবে। সংরক্ষিত প্রবাসী আসনে যোগ্য প্রবাসী এমপিদের পক্ষেই কেবলমাত্র সম্ভব হবে বিশ্বব্যাপী প্রবাসী বাংলাদেশিদের সত্যিকারের কল্যাণ নিশ্চিত করা। তিনি আরও বলেন, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে মন্ত্রীর দায়িত্ব দিতে হবে আমাদের মতোই একজন প্রবাসীকে। অভিজ্ঞতা সম্পন্ন দেশপ্রেমিক প্রবাসীরাই পারবেন প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়কে ঢেলে সাজাতে। ‘রেমিট্যান্স যোদ্ধা’ প্রবাসীদের জন্য বাংলাদেশে নিরাপদ বিনিয়োগ পরিবেশ গড়ার লক্ষ্যে সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা রাজনৈতিক দলগুলোর নির্বাচনী ইশতেহারে গুরুত্ব সহকারে সন্নিবেশ করারও দাবি জানানো হয়।

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন ঢাকা থেকে আসা ‘এনার্জি অ্যান্ড পাওয়ার’ পত্রিকার সম্পাদক মোল্লাহ আমজাদ হোসেন, ডিইউজের নির্বাহী কিমিটির সদস্য ও দৈনিক সংবাদ প্রতিদিনের বার্তা সম্পাদক রিমন মাহফুজ, রিপোর্টার্স ফর বাংলাদেশ মাইগ্রেন্টসের (আরবিএম) মহাসচিব ও ইউএনবির সাংবাদিক মাসুদুল হক, দৈনিক আজকালের খবরের সিনিয়র রিপোর্টার রবিউল ইসলাম, আয়েবার দুই সহ-সভাপতি আহমেদ ফিরোজ ও ফখরুল আ ক ম সেলিম, বার্সেলোনা বাংলাদেশ সমিতির সভাপতি মাহারুল ইসলাম মিন্টু, আয়েবার যুগ্ম সম্পাদক শরিফ আল মোমিন, বিজনেস এফেয়ার্স সেক্রেটারি সুব্রত শুভ, সাংস্কৃতিক সম্পাদক এমদাদুল হক স্বপন, এক্সিকিউটিভ মেম্বার টি এম রেজা, আজহার কবির বাবু, তাপস বড়ুয়া রিপন ও মাঈনুল ইসলাম নাসিম।

সর্বশেষ খবর