রবিবার, ১৬ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা
গাইবান্ধা-৩

মহাজোটের তিন প্রার্থীতে শঙ্কা

গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধা-৩ আসনে মহাজোটের একক প্রার্থী নেই, আছেন জোটভুক্ত আওয়ামী লীগ, জাসদ ও জাতীয় পার্টির তিন প্রার্থী। ফলে তাদের ভোট ভাগ হওয়ার আশঙ্কা করছেন নেতা-কর্মী ও সমর্থকরা। অন্যদিকে ঐক্যফ্রন্টের প্রার্থী একজন জাতীয় পার্টির (জাফর) টি আই এম ফজলে রাব্বি চৌধুরী (ধানের শীষ)। মহাজোটভুক্ত দলের প্রার্থীরা হলেন আওয়ামী লীগের ডা. ইউনুস আলী সরকার (নৌকা), জাসদের এস এম খাদেমুল ইসলাম খুদি (মশাল), জাতীয় পার্টির ব্যারিস্টার দিলারা খন্দকার শিল্পী (লাঙ্গল)। এ আসনে মহাজোটের এই চিত্র ভোটারদের মধ্যে আলোচনার বিষয়ে যেমন পরিণত হয়েছে তেমনি প্রার্থীরাও পড়েছেন তীব্র প্রতিযোগিতার মুখে। ভোটারদের সঙ্গে কথা বলে জানা যায়, মহাজোটের ভোট তিন ভাগ হয়ে যাবে। অন্যদিকে ঐক্যফ্রন্টে একক প্রার্থী থাকায় তার ভোট ভাগ হওয়ার কারণ না থাকলেও এখনো এলাকায় প্রার্থীর অনুপস্থিতি নানা প্রশ্নের জম্ম  দিয়েছে।

সর্বশেষ খবর