সোমবার, ১৭ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা
রাজশাহী-৬

নিষ্কলুষ ভাবচ্ছবির জোরে এগিয়ে যাচ্ছেন শাহরিয়ার

কাজী শাহেদ, রাজশাহী

নিষ্কলুষ ভাবচ্ছবির জোরে এগিয়ে যাচ্ছেন শাহরিয়ার

রেলস্টেশনের ওয়েটিং রুমে দীর্ঘ অপেক্ষা, স্কুলে গিয়ে শিশুদের ক্লাস নেওয়া, সমসাময়িক নানা ইস্যুতে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচিত পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। প্রচারণায় কখনো সাইকেল চালিয়ে, আবার কখনো শিশুকে কোলে তুলে নিয়ে নির্বাচনী এলাকায় আলোচিত তিনি। রাজশাহী-৬ আসনে আবারও আওয়ামী লীগের প্রার্থী তিনি। এবার তার প্রতিদ্বন্দ্বী চারঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু সাইদ চাঁদ। শাহরিয়ার আলমের ক্লিন নিষ্কলুষ ভাবচ্ছবি (ক্লিন ইমেজ) এবার এগিয়ে রাখছে শাহরিয়ারকে। নাশকতাসহ বিভিন্ন মামলার আসামি আবু সাইদ চাঁদ। অন্যদিকে শাহরিয়ার আলম এলাকায় ক্লিন ইমেজের প্রার্থী। তাই নেতা-কর্মীদের মুখে মুখে উচ্চারিত হচ্ছে-নিষ্কলুষ ভাবচ্ছবি দিয়েই এবার চাঁদ ধরবেন শাহরিয়ার। চারঘাট ও বাঘা উপজেলার সমন্বয়ে গঠিত রাজশাহী-৬ সংসদীয় আসন। চারঘাট-বাঘা আসনটি বরাবরই ছিল বিএনপির দখলে। ধানের শীষের ঘাঁটি হিসেবে পরিচিত এ আসনে ২০০৮ সালে নৌকার গণজোয়ারের মধ্যে প্রথমবারের মতো এমপি নির্বাচিত হন শাহরিয়ার আলম। আর ২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচনে তাকে ভোটযুদ্ধে অবতীর্ণ হতে হয় দলের বিদ্রোহী প্রার্থীর বিপক্ষে। এর আগে সবগুলো নির্বাচনে চারঘাট-বাঘা আসনে বিএনপিই জিতেছে। বাঘা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবুল ইসলাম জানান, গত ১০ বছর এলাকার সাধারণ মানুষের সঙ্গে মিলেমিশে কাজ করেছেন শাহরিয়ার আলম। সাধারণ মানুষের অভিযোগ শুনে তাৎক্ষণিক ব্যবস্থা নিয়েছেন। এলাকায় তার ইমেজ সব সময় ক্লিন ছিল। সরকারি নানা প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতার পরিচয় দিয়েছেন। ফলে এবারের নির্বাচনে উন্নয়ন আর প্রার্থীর ইমেজই ভরসা তাদের।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর