বুধবার, ১৯ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা
সিলেট-২

নৌকা-ধানের শীষবিহীন নির্বাচনে কপাল খুলবে কার

শাহ্ দিদার আলম নবেল, সিলেট

নৌকা-ধানের শীষবিহীন নির্বাচনে কপাল খুলবে কার

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-২ আসনে প্রার্থী দেয়নি আওয়ামী লীগ। ছেড়ে দিয়েছে মহাজোটকে। আর ঐক্যফ্রন্ট থেকে এ আসনে মনোনয়ন দেওয়া হয়েছে সাবেক সংসদ সদস্য বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ‘নিখোঁজ’ এম. ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদীর লুনাকে। কিন্তু মহাজোট প্রার্থী জাতীয় পার্টির ইয়াহইয়া চৌধুরী এহিয়ার করা রিটের পরিপ্রেক্ষিতে লুনার প্রার্থিতা স্থগিত করে আদালত। এ আদেশের বিরুদ্ধে লুনা হাই কোর্টে আপিল করলে তাও গতকাল খারিজ করে দেয় আপিল বিভাগ। ফলে ৩০ ডিসেম্বরের নির্বাচনে অংশ নিতে পারছেন না ইলিয়াসপত্নী। এদিকে আওয়ামী লীগ থেকে প্রার্থী না থাকা আর বিএনপি প্রার্থীর মনোনয়ন স্থগিত হয়ে যাওয়ায় নৌকা ও ধানের শীষ প্রতীক ছাড়াই এবার হতে যাচ্ছে সিলেট-২ আসনে নির্বাচন। তবে আওয়ামী লীগ ও বিএনপি ছাড়া এ আসনে প্রার্থী আছেন আরও নয়জন। এরা হলেন মহাজোটের জাতীয় পার্টির যুগ্ম মহাসচিব বর্তমান সংসদ সদস্য ইয়াহহিয়া চৌধুরী এহিয়া, ২০-দলীয় জোটের শরিক খেলাফত মজলিসের মো. মুনতাসির আলী, গণফোরমের মোকাব্বির খান, ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. আমীর উদ্দিন, ন্যাশনাল পিপলস পার্টির মো. মনোয়ার হোসাইন, বিএনএফের মো. মোশাহিদ খান এবং স্বতন্ত্র মুহিবুর রহমান, অধ্যক্ষ এনামুল হক সরদার ও আবদুর রব মল্লিক। নির্বাচনে ১০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করলেও জনপ্রিয়তার দিক দিয়ে এবার আসনটিতে ঐক্যফ্রন্ট প্রার্থী তাহসিনা রুশদীর লুনা ছিলেন অন্যদের চেয়ে অনেকটা এগিয়ে। ২০১২ সালের ১৭ এপ্রিল থেকে এম. ইলিয়াস  আলী ‘নিখোঁজ’ থাকায় এলাকার সাধারণ ভোটারদেরও দুর্বলতা ছিল তার প্রতি। কিন্তু শেষ সময়ে এসে লুনার প্রার্থিতা বাতিল হওয়ায় কার কপাল খুলছে তা এখন সিলেটজুড়ে আলোচনার বিষয়।

সর্বশেষ খবর