সোমবার, ২৪ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা
টাঙ্গাইল-৮

ভোটারদের মধ্যে সাড়া জাগিয়েছেন কুঁড়ি সিদ্দিকী

মো. নাসির উদ্দিন, টাঙ্গাইল

ভোটারদের মধ্যে সাড়া জাগিয়েছেন কুঁড়ি সিদ্দিকী

টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনে জাতীয় ঐক্যফ্রন্ট প্রার্থী কুঁড়ি সিদ্দিকী সাধারণ জনগণকে সঙ্গে নিয়ে গণসংযোগ ও পথসভা করে যাচ্ছেন। দলীয় নেতা-কর্মীরা বিভিন্ন ধরনের মামলায় শিকার হয়ে পালিয়ে বেড়াচ্ছেন পুলিশের ভয়ে। ক্ষমতাসীনদের তুলনায় প্রচার-প্রচারণায় পিছিয়ে থাকলেও সাধারণ ভোটারদের মধ্যে ব্যাপক সাড়া জাগিয়েছে এই নতুন মুখ ধানের শীষ প্রতীকের প্রার্থী কুঁড়ি সিদ্দিকী। মুক্তিযুদ্ধের জীবন্ত কিংবদন্তি বঙ্গবীর কাদের সিদ্দিকীর আসনটি উদ্ধারে মরিয়া বীরকন্যা ব্যারিস্টার কুঁড়ি সিদ্দিকী। মুক্তিযুদ্ধের ঘাঁটি বলে খ্যাত বাসাইল ও সখীপুরের মুক্তিযোদ্ধারা ও বয়স্ক ভোটারদের ব্যাপক সহানুভূতি সৃষ্টি করতে পেরেছেন কুঁড়ি সিদ্দিকী। স্বাধীনতার পর এই আসনে প্রথম নারী প্রার্থী ও বয়সে তরুণ বীরকন্যা কুঁড়ি সিদ্দিকীকে দেখেই ব্যাপক আকৃষ্ট দুই উপজেলার নারী ও নতুন ভোটাররা। নির্বাচনের দিন তারিখ যতই ঘনিয়ে আসছে ধানের শীষ ততই শক্ত অবস্থানে যাচ্ছে বলে দলীয় নেতা-কর্মীদের ধারণা। কুঁড়ি সিদ্দিকী বলেন, মামলা দিয়ে নেতা-কর্মীদের আটক করা যাবে কিন্তু সাধারণ জনগণের ভোটাধিকার হরণ করা যাবে না। বাসাইল-সখীপুরের সাধারণ জনগণের সঙ্গে আছি তাঁরাই আমার শক্তি।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর