রবিবার, ৩০ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা

অর্ধেক কেন্দ্রই ‘গুরুত্বপূর্ণ’

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোর জেলার ছয়টি আসনে ৭৯৯টি ভোটকেন্দ্রের মধ্যে ৩৬৩টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ বা গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে প্রশাসন। গুরুত্বপূর্ণ এসব কেন্দ্রগুলোতে অস্ত্রধারী অতিরিক্ত পুলিশ ও আনসার সদস্য মোতায়েন করা হয়েছে। একই সঙ্গে এসব কেন্দ্রগুলোতে কাজ করবে পুলিশ ও বিজিবির স্ট্রাইকিং ফোর্স। ঝুঁকিপূর্ণ বা গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করা ভোটকেন্দ্রের মধ্যে যশোর-১ (শার্শা) আসনে ৩২টি, যশোর-২ আসনের ঝিকরগাছা উপজেলায় ৪৬টি ও চৌগাছা উপজেলায় ৩৫টি, যশোর-৩ (সদর) আসনে ৯৩টি, যশোর-৪ আসনের বাঘারপাড়ায় ২৫টি এবং অভয়নগর উপজেলায় ৪৩টি, যশোর-৫ (মণিরামপুর) আসনে ৩৫টি এবং যশোর-৬ (কেশবপুর) আসনে ৪০টি ভোটকেন্দ্র রয়েছে। গুরুত্বপূর্ণ এসব কেন্দ্রে অস্ত্রধারী দুজন পুলিশ সদস্য, অস্ত্রধারী আনসার দুজন, লাঠিধারী পুলিশ সদস্য ছয়জন, আনসার সদস্য ছয়জন, মহিলা আনসার চারজন ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা কাজ করবে। এ ছাড়া গুরুত্বপূর্ণ এসব কেন্দ্র সংশ্লিষ্ট এলাকায় টহল দেবে পুলিশের বিশেষ স্ট্রাইকিং ফোর্স। থাকবে র‌্যাব ও বিজিবির টহল দলও।

সর্বশেষ খবর