রবিবার, ৩০ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা

খুলনায় ইভিএমে ১৫৭ কেন্দ্রে ভোট

ভোটকক্ষ বেড়েছে ৬৮টি

নিজস্ব প্রতিবেদক, খুলনা

একাদশ সংসদ নির্বাচনে খুলনা-২ আসনে এবার ১৫৭টি ভোটকেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এসব কেন্দ্রে ভোট প্রদান করবেন ২ লাখ ৯৪ হাজার ১১৬ জন ভোটার। এর মধ্যে পুরুষ ভোটার রয়েছে ১ লাখ ৪৬ হাজার ৭৪৫ জন ও নারী ভোটার ১ লাখ ৪৭ হাজার ৩৭১ জন। এদিকে ইভিএমে স্বতঃস্ফূর্তভাবে ভোট গ্রহণের জন্য ৬৮টি ভোটকক্ষ বাড়ানো হয়েছে। এর ফলে খুলনা-২ আসনে ভোটকক্ষ বেড়ে হয়েছে ৭২০টি। এর আগে গত ২৯ নভেম্বর ভোট কক্ষের সংখ্যা নির্ধারণ করা হয় ৬৫২টি। জানা যায়, ইভিএমের সব প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। ১৫৭টি কেন্দ্রে ১৫৭ জন প্রিসাইডিং অফিসার, ৭২০টি বুথে ৭২০ জন সহকারী প্রিসাইডিং অফিসার ও ১৪৪০ জন পোলিং অফিসার দায়িত্ব পালন করবেন। খুলনা জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মোহাম্মদ হেলাল হোসেন বলেন, প্রতিটি কেন্দ্রে ইভিএমের টেকনিক্যাল সবকিছু পরীক্ষা করে দেখা হয়েছে।

সর্বশেষ খবর