শিরোনাম
রবিবার, ৩০ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা

গাজীপুরে গুরুত্বপূর্ণ ভোট কেন্দ্র ৬৩৬টি

খায়রুল ইসলাম, গাজীপুর

গাজীপুরে ৫টি সংসদীয় আসনে ৯২২টি ভোট কেন্দ্রের মধ্যে ৬৩৬টি কেন্দ্র গুরুত্বপূর্ণ। এ ছাড়া সাধারণ ভোট কেন্দ্র রয়েছে ২৮৬টি। জেলায় ১২ লাখ ২০ হাজার ৭৪৯ জন পুরুষ ভোটার এবং ১১ লাখ ৯৭ হাজার ৬৬২ জন নারী ভোটারসহ মোট ভোটার ২৪ লাখ ১৮ হাজার ৪১১ জন।

গাজীপুর জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে আরও জানা গেছে, গাজীপুর মেট্রোপলিটন এলাকায় ৪০৩টি ভোট কেন্দ্রের মধ্য ৩০৫টি কেন্দ্র গুরুত্বপূর্ণ। অন্যদিকে জেলার ৫১৯টি ভোট কেন্দ্রের ৩৩১টি গুরুত্বপূর্ণ। নির্বাচনে জেলার ৯২২টি ভোট কেন্দ্রে ৪৭ জন রিজার্ভসহ প্রিসাইডিং অফিসার ৯৬৯ জন, সহকারী প্রিসাইডিং অফিসার ২২৮ জন রিজার্ভসহ ৪ হাজার ৯৯৭ জন,  পোলিং অফিসার ৪৫৮ জন রিজার্ভসহ ৯ হাজার ৯৯৮ জন দায়িত্ব পালন করবে। নির্বাচনী মাঠে থাকবে ৩৬ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং ১১ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট।

অন্যদিকে গাজীপুর মেট্রোপলিটন এলাকায় গুরুত্বপূর্ণ ভোট কেন্দ্রগুলোতে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ৫ জন পুলিশ সদস্য, একজন অস্ত্রধারী আনসারসহ ১২ জন দায়িত্ব পালন করবে। এ ছাড়া জেলার গুরুত্বপূর্ণ ভোট কেন্দ্রগুলোতে ২ জন পুলিশ সদস্য, একজন অস্ত্রধারী আনসারসহ ১২ জন এবং প্রতিটি কেন্দ্রে সর্বোচ্চ দুজন গ্রাম পুলিশ নিয়োজিত থাকবে। জেলার সাধারণ কেন্দ্রগুলোতে ১ জন পুলিশ সদস্য, একজন অস্ত্রধারী আনসারসহ ১২ জন এবং সর্বোচ্চ দুজন গ্রাম পুলিশ সদস্য দায়িত্ব পালন করবে। অপর দিকে নির্বাচনে জেলায় সেনাবাহিনীর ৫৭০ জন, বিজিবির ৩২৫ (১৩ প্লাটুন) ও র‌্যাবের ১২০ জন সদস্য আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে দায়িত্ব পালন করবে। নির্বাচনে গাজীপুর মেট্রোপলিটন এলাকায় ২ হাজার ৯০১ জন এবং জেলায় ১ হাজার ৬৮২ জন পুলিশ সদস্যসহ মোট ৪ হাজার ৫৮৩ জন দায়িত্ব পালন করবে। এ ছাড়া পুলিশের পাশাপাশি জেলার ১১ হাজার ৬৪ জন আনসার সদস্য দায়িত্ব পালন করবে।

উল্লেখ্য, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর-১ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৭ জন, ২-আসনে ৬ জন, ৩- আসনে ৭ জন, ৪-আসনে ৭ জন এবং ৫-আসনে ৫ জনসহ মোট ৩২ জন প্রার্থী।

সর্বশেষ খবর