রবিবার, ৩০ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা

প্রথমবার ভোট দেবেন ১ কোটি ২৩ লাখ ভোটার

নিজস্ব প্রতিবেদক

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবারের মতো দেশের নেতৃত্ব নির্বাচনে ভোট দিতে যাচ্ছেন প্রায় ১ কোটি ২৩ লাখ নতুন ভোটার। দশম সংসদ নির্বাচনের পর ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হয়েছেন তারা।

২০১৪ সালের নির্বাচনেও নতুন ভোটার ছিল প্রায় ১ কোটি ৩৭ লাখ। তবে ৩০ বছরের নিচে ভোটারের সংখ্যা এবার প্রায় আড়াই কোটি।

গাইবান্ধা-৩ স্থগিত হওয়ায় ৩০ ডিসেম্বর ভোট হবে ২৯৯ আসনে। মোট ভোটার ১০ কোটি ৪২ লাখ ৩৮ হাজার ৬৭৭। এর মধ্যে পুরুষ ভোটার ৫ কোটি ২৫ লাখ ৭২ হাজার ৩৬৫ এবং নারী ৫ কোটি ১৬ লাখ ৬৬ হাজার ৩১৩।  দশম সংসদ নির্বাচনে ভোটার ছিল ৯ কোটি ১৯ লাখ ৬৫ হাজার ১৬৭।

সর্বশেষ খবর