সোমবার, ৩১ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা
সিরাজগঞ্জ-১

কণ্ঠশিল্পী কনকচাঁপার ভোট বয়কট

সিরাজগঞ্জ প্রতিনিধি

কণ্ঠশিল্পী কনকচাঁপার ভোট বয়কট

রাতের আঁধারে ব্যালটবাক্স ভর্তি, সকালে ভোটারদের দিয়ে প্রকাশ্যে সিল মারা, এজেন্টদের কেন্দ্রে ঢুকতে না দেওয়া এবং অনেক এজেন্টকে গলা ধাক্কা দিয়ে বের করে দেওয়ার অভিযোগ এনে ভোট বর্জন করেছেন সিরাজগঞ্জ-১ (কাজিপুর) আসনের বিএনপি মনোনীত প্রার্থী দেশের প্রখ্যাত কণ্ঠশিল্পী রোমানা মোর্শেদ কনকচাঁপা। গতকাল বেলা ১১টায় তিনি ভোট বয়কটের ঘোষণা দেন।

কনকচাঁপা বলেন, যেখানে জনমানুষের ভোটের অধিকার হরণ করা হচ্ছে সেখানে ভোটে থাকার প্রশ্নই থাকে না। তিনি বলেন, যদি কাজিপুরে স্বাস্থ্যমন্ত্রী নাসিম ব্যাপক উন্নয়ন করে থাকেন, কাজিপুর আওয়ামী লীগের ভোটব্যাংক হয়ে থাকে, কাজিপুরের মানুষ যদি তাকে মনেপ্রাণে ভালোবাসেন, তাহলে তিনি কেন মানুষের ভোটের অধিকার হরণ করলেন? কেন রাতের আঁধারে ব্যালটবাক্স ভর্তি করলেন? কেন আমার নির্বাচনী এজেন্টদের বের করে দিলেন? আসলে জনগণের প্রতি আওয়ামী লীগের কোনো আস্থা নেই। জয়-পরাজয় আছে জেনেই নির্বাচনে অংশগ্রহণ করেছিলাম। কিন্তু দখল-কারচুপির কারণে শুধু আমাকে পরাজিত-ই করা হয়নি, আমার নির্বাচনী এলাকার জনগণকে হারানো হয়েছে।

সর্বশেষ খবর