সোমবার, ৩১ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা
শরীয়তপুর-২

প্রথমবারেই এনামুল হক শামীমের চমক

শরীয়তপুর প্রতিনিধি

প্রথমবারেই এনামুল হক শামীমের চমক

শরীয়তপুরে এনামুল হক শামীম প্রথমবারেই চমক দেখালেন। জেলায় ৩টি সংসদীয় আসন রয়েছে। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে শরীয়তপুর-২ আসন থেকে আওয়ামী লীগের দলীয় নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে নির্বাচনের মাঠে প্রচারণায় নেমেছিলেন এনামুল হক শামীম। নড়িয়ায় ৪০ বছরের দলীয় কোন্দল মিটিয়ে স্থানীয় সব নেতা-কর্মীকে নিয়ে উৎসবমুখর পরিবেশে ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ভোট প্রার্থনা করেন মহাজোটের এই প্রাথী। তাতেই ভোটারদের মাঝে ব্যাপক  সাড়া জাগে। আসনটিতে ভোট গ্রহণ শেষে ভোট গণনার পর এনামুল হক শামীম নিকটতম প্রতিদ্বন্দ্বী থেকে বিপুল ভোটে জয়ী হন। শেষ খবর পাওয়া পর্যন্ত তাকে বিজয়ী ঘোষণার অপেক্ষায় প্রার্থী ও কর্মী-সমর্থকরা। এদিকে খবর নিয়ে জানা গেছে, শরীয়তপুরের তিনটি আসনে বিএনপির কোনো এজেন্ট ছিল না। শরীয়তপুর-২ আসনে শামীম সমর্থকরা উৎসবের আমেজে এখন মুখরিত। শরীয়তপুর জেলা বিএনপি প্রার্থীরা ভোট দিতেও আসেননি। কোথাও সহিংসতার খবরও পাওয়া যায়নি। সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে চলে বিরতিহীনভাবে বিকাল ৪টা পর্যন্ত। নিরাপত্তা বাহিনীর কড়া নজরদারির মধ্য দিয়ে নির্বিঘ্নে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। প্রচন্ড শীত উপেক্ষা করে ভোটারদের ভোটকেন্দ্রে উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

সর্বশেষ খবর