২৭ নভেম্বর, ২০২২ ০৭:৫২

নকআউটে ফ্রান্স, অক্সিজেন পেল আর্জেন্টিনা- পয়েন্ট টেবিলের সমীকরণ যা বলছে

অনলাইন ডেস্ক

নকআউটে ফ্রান্স, অক্সিজেন পেল আর্জেন্টিনা- পয়েন্ট টেবিলের সমীকরণ যা বলছে

গ্রুপ ‘সি’-তে তিন পয়েন্ট নিয়ে অক্সিজেন পেয়েছে আর্জেন্টিনা। তারা পয়েন্ট টেবলের দুইয়ে উঠে এসেছে। তবে মেসিদের পরের রাউন্ড এখনও নিশ্চিত নয়। নকআউটে যেতে হলে পরের ম্যাচে পোল্যান্ডকে হারাতেই হবে আর্জেন্টিনাকে। পোল্যান্ড আবার সৌদি আরবকে হারিয়ে পয়েন্ট টেবিলের অঙ্ক জটিল করেছে।

শনিবার ডেনমার্ককে হারিয়ে কাতার বিশ্বকাপে প্রথম দল হিসেবে নকআউট পর্বে পৌঁছে গেছে ফ্রান্স। আর্জেন্টিনা আবার মেক্সিকোকে হারিয়ে প্রি-কোয়ার্টারের আশা বাঁচিয়ে রেখেছে। 

এ দিকে সৌদি আরবকে হারিয়ে গ্রুপ সি-র লড়াই জমিয়ে দিয়েছে পোল্যান্ড। গ্রুপ ডি-তে তিউনিয়াকে হারিয়ে দিয়েছে অস্ট্রেলিয়া। স্বভাবতই এই গ্রুপ থেকে দ্বিতীয় দল হিসেবে কারা প্রি-কোয়ার্টারে যাবে, তা নিয়ে জল্পনা তৈরি হয়েছে। কারণ, ইতোমধ্যে এই গ্রুপ থেকে শেষ ১৬-তে চলে গিয়েছেন এমবাপেরা।

কাতার বিশ্বকাপের পয়েন্ট টেবিল এক নজরে:

গ্রুপ-এ

নেদারল্যান্ডস- ম্যাচ: ২, জয়: ১, হার: ০, ড্র: ১, গোল পার্থক্য: ২, পয়েন্ট: ৪

ইকুয়েডর- ম্যাচ: ২, জয়: ১, হার: ০, ড্র: ০, গোল পার্থক্য: ২, পয়েন্ট: ৪

সেনেগাল- ম্যাচ: ২, জয়: ১, হার: ১, ড্র: ০, গোল পার্থক্য: -০, পয়েন্ট: ৩

কাতার- ম্যাচ: ২, জয়: ০, হার: ২, ড্র: ০, গোল পার্থক্য: -৪, পয়েন্ট: ০

গ্রুপ-বি

ইংল্যান্ড- ম্যাচ: ২, জয়: ১, হার: ০, ড্র: ১, গোল পার্থক্য: ৪, পয়েন্ট: ৪

ইরান- ম্যাচ: ২, জয়: ১, হার: ১, ড্র: ০, গোল পার্থক্য: -২, পয়েন্ট: ৩

ইউএসএ- ম্যাচ: ২, জয়: ০, হার: ০, ড্র: ২, গোল পার্থক্য: ০, পয়েন্ট: ২

ওয়েলস- ম্যাচ: ২, জয়: ০, হার: ১, ড্র: ১, গোল পার্থক্য: -২, পয়েন্ট: ১

গ্রুপ-সি

পোল্যান্ড- ম্যাচ: ২, জয়: ১, হার: ০, ড্র: ১, গোল পার্থক্য: ২, পয়েন্ট: ৪

আর্জেন্টিনা- ম্যাচ: ২, জয়: ১, হার: ১, ড্র: ০, গোল পার্থক্য: ১, পয়েন্ট: ৩

সৌদি আরব- ম্যাচ: ২, জয়: ১, হার: ১, ড্র: ০, গোল পার্থক্য: -১, পয়েন্ট: ৩

মেক্সিকো- ম্যাচ: ২, জয়: ০, হার: ১, ড্র: ১, গোল পার্থক্য: -২, পয়েন্ট: ১

গ্রুপ-ডি

ফ্রান্স- ম্যাচ: ২, জয়: ২, হার: ০, ড্র: ০, গোল পার্থক্য: ৪, পয়েন্ট: ৬

অস্ট্রেলিয়া- ম্যাচ: ২, জয়: ১, হার: ১, ড্র: ০, গোল পার্থক্য: -২, পয়েন্ট: ৩

ডেনমার্ক- ম্যাচ: ২, জয়: ০, হার: ১, ড্র: ১, গোল পার্থক্য: -১, পয়েন্ট: ১

তিউনিশিয়া- ম্যাচ: ২, জয়: ০, হার: ১, ড্র: ১, গোল পার্থক্য: -১, পয়েন্ট: ১

গ্রুপ-ই

স্পেন- ম্যাচ: ১, জয়: ১, হার: ০, ড্র: ০, গোল পার্থক্য: ৭, পয়েন্ট: ৩

জাপান- ম্যাচ: ০, জয়: ১, হার: ০, ড্র: ০, গোল পার্থক্য: ১, পয়েন্ট: ৩

জার্মানি- ম্যাচ: ১, জয়: ০, হার: ১, ড্র: ০, গোল পার্থক্য: -১, পয়েন্ট: ০

কোস্টারিকা- ম্যাচ: ১, জয়: ০, হার: ১, ড্র: ০, গোল পার্থক্য: -৭, পয়েন্ট: ০

গ্রুপ-এফ

বেলজিয়াম- ম্যাচ: ১, জয়: ১, হার: ০, ড্র: ০, গোল পার্থক্য: ১, পয়েন্ট: ৩

ক্রোয়েশিয়া- ম্যাচ: ১, জয়: ০, হার: ০, ড্র: ১, গোল পার্থক্য: ০, পয়েন্ট: ১

মরোক্কো- ম্যাচ: ১, জয়: ০, হার: ০, ড্র: ১, গোল পার্থক্য: ০, পয়েন্ট: ১

কানাডা- ম্যাচ: ০, জয়: ০, হার: ১, ড্র: ০, গোল পার্থক্য: ১, পয়েন্ট: ০

গ্রুপ-জি

ব্রাজিল- ম্যাচ: ১, জয়: ১, হার: ০, ড্র: ০, গোল পার্থক্য: ২, পয়েন্ট: ৩

সুইজারল্যান্ড- ম্যাচ: ১, জয়: ১, হার: ০, ড্র: ০, গোল পার্থক্য: ১, পয়েন্ট: ৩

ক্যামেরুন- ম্যাচ: ১, জয়: ০, হার: ১, ড্র: ০, গোল পার্থক্য: -১, পয়েন্ট: ০

সার্বিয়া- ম্যাচ: ১, জয়: ০, হার: ১, ড্র: ০, গোল পার্থক্য: -২, পয়েন্ট: ০

গ্রুপ-এইচ

পর্তুগাল- ম্যাচ: ১, জয়: ১, হার: ০, ড্র: ০, গোল পার্থক্য: ১, পয়েন্ট: ৩

দক্ষিণ কোরিয়া- ম্যাচ: ১, জয়: ০, হার: ০, ড্র: ১, গোল পার্থক্য: ০, পয়েন্ট: ১

উরুগুয়ে- ম্যাচ: ১, জয়: ০, হার: ০, ড্র: ১, গোল পার্থক্য: ০, পয়েন্ট: ১

ঘানা- ম্যাচ: ১, জয়: ০, হার: ১, ড্র: ০, গোল পার্থক্য: -১, পয়েন্ট: ০

বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর