২৮ নভেম্বর, ২০২২ ২৩:৫৬

কাসেমিরোর গোলে দ্বিতীয় রাউন্ডে ব্রাজিল

অনলাইন প্রতিবেদক

কাসেমিরোর গোলে দ্বিতীয় রাউন্ডে ব্রাজিল

সংগৃহীত ছবি

সুইজারল্যান্ডকে ১-০ গোলে হারিয়ে কাতার বিশ্বকাপের শেষ ১৬ নিশ্চিত  করেছে ব্রাজিল। এই ম্যাচে জয়ের ফলে নতুন এক মাইলফলক স্পর্শ করেছে সেলেসাওরা। বিশ্বকাপের গ্রুপপর্বে ১৭ ম্যাচ অপরাজিত থাকার অনন্য রেকর্ড গড়েছে তারা। ব্রাজিল ছাড়া আর কোনো দলের টানা এতো ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড নেই।

সোমবার রাতে কাতার বিশ্বকাপের ‘জি’ গ্রুপের ম্যাচে স্টেডিয়াম ৯৭৪-এ সুইজারল্যান্ডের বিপক্ষে ১-০ ব্যবধানে জয় পায় ব্রাজিল। প্রথমার্ধে গোলশূন্য ড্র নিয়ে বিরতিতে যাওয়া ব্রাজিল চমক দেখিয়েছে দ্বিতীয়ার্ধে। শেষমুহূর্তে জয়সূচক সেই গোলটি আসে কাসেমিরোর পা থেকে।

প্রথমার্ধের শেষ দিকে ব্রাজিল ব্যাক টু ব্যাক কর্নার পেলেও কাজে লাগাতে পারেনি। বরং পাল্টা আক্রমণে সুইজারল্যান্ড কর্নার আদায় করে। সে চেষ্টাও বিফলে গেছে এম্বোলোদের।

দ্বিতীয়ার্ধের শুরুতেই একাদশে পরিবর্তন আনেন তিতে। মাঝ মাঠ থেকে ফরোয়ার্ড লাইনে ওঠানো পাকেতার জায়গায় মাঠে নামেন রদ্রিগো। ৫৩ মিনিটে ব্রাজিলের রক্ষণে দারুণে একটি আক্রমণ হানে সুইজারল্যান্ড। থ্রু বল থেকে সিলভান উইডমার বক্সে ঢুকলেও সতীর্থ কেউ ছিল না বল জালে জড়াতে।

দ্বিতীয়ার্ধে নিজেদের সহজতম সুযোগটি আসে ব্রাজিলের সামনে। ৫৬ মিনিটে ভিনিসিয়াসের ক্রসে পা ছোঁয়াতে ব্যর্থ হন আগের ম্যাচে জোড়া গোল করা রিচার্লিসন। পরের ৫ মিনিট একটু ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে সুইসরা। বেশ কয়েকটি আক্রমণে কাঁপন ধরিয়ে দেয় সেলেসাওদের শিবিরে।

৬৪ মিনিটে বল জালেও জড়িয়েছিলেন ভিনিসিয়াস। সুইসদের মাঝ মাঠের ভুলকে কাজে লাগিয়ে ক্যাসেমিরোর অ্যাস্টিট থেকে গোল করেছিলেন এই উইঙ্গার। কিন্তু ভিএআর থেকে বাতিল করা হয় সেই গোল।

গোল বাতিল হবার পর যেনো আরও তেতে ওঠে সেলেসাওরা। একের পর এক আক্রমণে ব্যস্ত রাখে সুইসদের রক্ষণকে। রিচার্লিসন আর রাফিনহাকে উঠিয়ে তিতে মাঠে নামান গ্যাব্রিয়াল জেসুস আর অ্যান্টোনিকে।

৮৩ মিনিটে কাঙ্ক্ষিত গোলের দেখা পায় ব্রাজিল। সাজানো আক্রমণে ভিনিসিয়াস থেকে রদ্রিগো আর তার থেকে বক্সের ভেতর বল পান ক্যাসেমিরো। জোড়ালো সাইড ভলি বল জালে জড়াতে ভুল করেননি ম্যানচেস্টার ইউনাইটেডের এই ফুটবলার।

৮৭ মিনিটেই ২য় গোলের দেখা পেতে পারতো ব্রাজিল। বক্সের কোনা থেকে রদ্রিগোর জোড়ালো শট সুইস গোলরক্ষক সোমার ফিরিয়ে দিলে ব্যবধান দ্বিগুন করা হয়নি সেলেসাওদের।

যোগ করা সময়ে ভিনিসিয়াস আর রদ্রিগো দুটি সুযোগ নষ্ট করায় এক গোলের জয় নিয়ে সন্তুষ্ট থাকতে হয় তিতের দলকে। টানা দুই জয়ে ফ্রান্সের পর দ্বিতীয় দল হিসেবে রাউন্ড অব সিক্সটিনে জায়গা করে নিলো সেলেসাওরা।

বিডি-প্রতিদিন/শফিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর