শিরোনাম
৩০ নভেম্বর, ২০২২ ২৩:০১

ফ্রান্সকে হারিয়েও হতাশায় পুড়ল তিউনিসিয়া

অনলাইন ডেস্ক

ফ্রান্সকে হারিয়েও হতাশায় পুড়ল তিউনিসিয়া

সংগৃহীত ছবি

গ্রুপ পর্বে নিজেদের প্রথম দুই ম্যাচ জিতে আগেই বিশ্বকাপের নক-আউট নিশ্চিত করে ফেলেছে ফ্রান্স।  আগেই শেষ ষোলো নিশ্চিত হওয়ায় নিয়মিত একাদশের অনেককে বিশ্রাম দিয়েই তিউনিসিয়ার বিপক্ষে একাদশ সাজায় ফরাসি কোচ দিদিয়ের দ্যেশম। 

বুধবার (৩০ নভেম্বর) বাংলাদেশ সময় রাত ৯টায় এডুকেশন সিটি স্টেডিয়ামে আফ্রিকার দেশটির বিপক্ষে মাঠে নামে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। ফ্রান্সের জন্য ম্যাচটি আনুষ্ঠানিকতার হলেও তিউনিসিয়ার জন্য বাঁচা-মরার লড়াই। সেই লড়াইয়ে জিতল আফ্রিকার দেশটি। ফরাসিদের বিরুদ্ধে ১-০ ব্যবধানের জয় নিয়েই মাঠ ছাড়লো তারা। কিন্তু গ্রুপের অন্য ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে ডেনমার্ক হেরে যাওয়ায় গ্রুপ পর্ব থেকে বিদায় হলো তিউনিসিয়ার।

ম্যাচের শুরু থেকেই বল দখলে এগিয়ে ছিলো ফ্রান্সই। তবে বাঁচা-মরার ম্যাচে মাত্র ৯ মিনিটেই ফ্রান্সের জালে বলও জড়ায় তিউনিসিয়া। তবে নাদের ঘান্দ্রির সেই গোল বাতিল করে দেন রেফারি। এরপর থেকে বল দখলে প্রায় সমান সমান হলেও বলার মতো আক্রমণ করতে পারেনি কোনো দলই।  প্রথমার্ধে বল দখলে এগিয়ে থাকলেও গোলে একটিও শট নিতে পারেনি ফরাসিরা। উল্টো ফরাসিদের গোলপোস্টেই দুইটি শট নিয়েছিলো  তিউনিসিয়া, তবে গোল করতে ব্যর্থ হয় তারা।  শেষমেশ কোন দলই গোল করতে না পারলে গোলশূন্য সমতায় থেকেই বিরতিতে যায় দুদল। 

বিরতি থেকে ফিরে গোলের জন্য আপ্রাণ চেষ্টা করতে থাকে তিউনিসিয়া। অবশেষে ম্যাচের ৫৮ মিনিটের ফ্রান্সের জালে বল জড়িয়ে উল্লাসে মাতে তিউনিসিয়া। আইসা লাইদৌনির অ্যাসিস্ট থেকে ফরাসিদের জালে বল জড়িয়ে আফ্রিকান দেশটির উল্লাসের উপলক্ষ্য এনে দেন অধিনায়ক ওয়াহবি খাজরি। 

ম্যাচের শেষের দিকে গোল শোধের জন্য মরিয়া হয়ে ওঠে ফ্রান্স। বেঞ্চে থাকা এমবাপ্পে, ডেম্বেলে, গ্রিজম্যানকে মাঠে নামিয়ে দেন দ্যেশম। তবে শেষ রক্ষা হয়নি। ম্যাচের যোগ করা সময়ের একবারে শেষ মুহুর্তে এসে তিনিসিয়ার জালে গ্রিজম্যান বল জড়ালেও ভিএআর দেখে সেই গোল বাতিল করে দেন রেফারি। শেষ পর্যন্ত আর কোন দলই প্রতিপক্ষের জালের ঠিকানা খুঁজে না পেলে ১-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে তিউনিসিয়া। গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে নক-আউট নিশ্চিত হলেও তিউনিসিয়ার কাছে হারের লজ্জা  নিয়েই মাঠ ছাড়তে হয় ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের।

বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর