৬ ডিসেম্বর, ২০২২ ১৪:৩৫

দক্ষিণ কোরিয়ার কোচের পদত্যাগের কারণ কী?

অনলাইন ডেস্ক

দক্ষিণ কোরিয়ার কোচের পদত্যাগের কারণ কী?

এমন বিদায় হয়তো চাননি, চেয়েছিলেন আরও কিছুদিন আরও কিছু গল্প বাঁধতে মায়াবী সুতোয়। তবে সেই ইচ্ছেতে সায় দেয়নি নিয়তি, ব্রাজিলের কাছে দুঃস্বপ্নের হারেও শেষ হয়ে গেছে দক্ষিণ কোরিয়ার কোচ পাওলো বেন্তের রূপকথার বিশ্বকাপ যাত্রা।

তবে বিশ্বকাপ হারের ফল পদত্যাগের কারণ নয় বলেই জানালেন বেন্তে। তিনি বলেন,‘আমি কেবলই খেলোয়াড় ও প্রেসিডেন্টকে বিষয়টি জানিয়েছি। সেপ্টেম্বরেই সিদ্ধান্তটি নিয়েছিলাম। তারা যা করেছে, এর জন্য ধন্যবাদ জানাই।’

পাওলো বেন্তে আরও বললেন ‘চার বছরেরও বেশি সময় ধরে তাদের কোচ হিসেবে থাকতে পেরে আমি সন্তুষ্ট এবং গর্বিত। এখন আমি বিশ্রামে যাচ্ছি, এরপর দেখব কি হয়।’

২০১৮ সালে দক্ষিণ কোরিয়ার দায়িত্ব দেন বেন্তো। উরুগুয়ের বিপক্ষে গোলশূন্য ড্র করার পর ঘানার কাছে হারে তারা। তবে সবচেয়ে বড় চমক দেয় গ্রুপ পর্বের শেষ রাউন্ডে পর্তুগালকে হারিয়ে শেষ ষোলোয় জায়গা করে নিয়ে।

 

বিডি প্রতিদিন/নাজমুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর