৭ ডিসেম্বর, ২০২২ ১০:২৭

হ্যাটট্রিকের পর রোনালদো ইস্যুতে মুখ মুখলেন রামোস

অনলাইন ডেস্ক

হ্যাটট্রিকের পর রোনালদো ইস্যুতে মুখ মুখলেন রামোস

গনসালো রামোস

কাতার বিশ্বকাপের শেষ ষোলোয় সুইজারল্যান্ডের বিপক্ষে ম্যাচে মঙ্গলবার সেরা একাদশে জায়গা হয়নি ক্রিশ্চিয়ানো রোনালদোর। তাকে ছাড়া মাঠে নেমে পর্তুগাল আবির্ভুত হয় বিধ্বংসী চেহারায়। কোয়ার্টার-ফাইনালে পা রাখে তারা ৬-১ গোলের জয়ে।

দলের প্রথম দুই ম্যাচে রোনালদোর বদলি হিসেবে শেষ দিকে মাঠে নামার সুযোগ পাওয়া গনসালো রামোস এবার সেরা একাদশে প্রথমবার সুযোগ পেয়েই বাজিমাত করেন। দারুণ এক হ্যাটট্রিকে তাক লাগিয়ে দেন বেনফিকার ২১ বছর বয়সী ফরোয়ার্ড। শেষ পর্যন্ত রামোস আলো কেড়ে নিলেও ম্যাচের আগে বা ম্যাচ চলার সময়ও বড় এক আলোচিত প্রসঙ্গ ছিল রোনালদোর বেঞ্চে থাকা।

ম্যাচের পর রামোসের কাছেও ছুটে গেল প্রশ্ন, অন্য সব ম্যাচের মতো এ দিনও কি ম্যাচ শুরুর আগে দলের সঙ্গে কথা বলেছেন রোনালদো?

রামোস বলেন, “ক্রিশ্চিয়ানো রোনালদো আমার সঙ্গে কথা বলেন, সবার সঙ্গেই বলেন। তিনি আমাদের নেতা এবং সবসময় পাশে থাকার চেষ্টা করেন।”

“সত্যি বলতে, আমাদের দলে কেউ এটা নিয়ে (রোনালদোর বেঞ্চে থাকা) কথা বলেনি। অধিনায়ক হিসেবে রোনালদো সবসময়ের মতোই আমাদের সহায়তা করেছেন, উজ্জীবিত করেছেন, শুধু আমাকে নয়, দলের সবাইকে।”

 

বিডি প্রতিদিন/ ওয়াসিফ

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর