রবিবার, ১০ জুন, ২০১৮ ০০:০০ টা

নতুন চ্যাম্পিয়নের সম্ভাবনা

রাশেদুর রহমান

নতুন চ্যাম্পিয়নের সম্ভাবনা

বিশ্বযুদ্ধের নাকাড়া বাজছে। পতাকা উড়ছে চারদিকে। দলে দলে বাহিনী সমবেত হচ্ছে লড়াইয়ের ময়দানে। ৩২ দলের লড়াই। কে জিতবে? একেকটা বিশ্বকাপ যেন বিশ্বযুদ্ধের মতো। এখানে যুদ্ধের সব রসদই থাকে। জয়-পরাজয়টা নির্ধারণ হয় গুলিতে নয় গোলে। লড়াকুদের শক্তিমত্তা যাচাই হয়, শক্তিতে নয় শিল্পে। বিশ্বকাপের লড়াই শুরু হওয়ার বহু আগেই সম্ভাব্য চ্যাম্পিয়নদের নাম নিয়ে চলে বাকযুদ্ধ। কে হবে চ্যাম্পিয়ন? ব্রাজিল? নাকি আর্জেন্টিনা? আবারও জার্মানি নয় তো? ফ্রান্স আর স্পেনই বা পিছিয়ে কোথায়? এমনকি ইংল্যান্ডকেও ফেলে দেওয়া যায় না? রাশিয়া বিশ্বকাপে ঘুরে-ফিরে এই নামগুলোই ফেবারিটের তালিকায় উঠে আসছে। তাহলে কী এবারেও ফুটবল বিশ্ব নতুন চ্যাম্পিয়নের দেখা পাবে না? সর্বশেষ ২০১০ সালে নতুন চ্যাম্পিয়নের দেখা পেয়েছিল ফুটবল দুনিয়া।

নেদারল্যান্ডসের সঙ্গে কঠিন লড়াইয়ের পর বিজয়ীর বেশে মাঠ ছেড়েছিল স্পেন। সে সময় স্প্যানিশ আর্মাডাকে নিয়ে বেশ আলোচনা চলছিল। ২০০৮ সালের ইউরো চ্যাম্পিয়নরা বিশ্ব দাপিয়ে বেড়াচ্ছিল টিকি-টাকার সৌন্দর্যে। তাদের দেখে দেখে ইতালির মতো রক্ষণশীলরাও টিকি-টাকার পাঠটা রপ্ত করে নেয়। স্পেনের মতো এখন কে আছে? নতুন চ্যাম্পিয়ন কে হতে পারে? ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগাল কি? নাকি ইডেন হ্যাজার্ডদের বেলজিয়াম? অথবা অন্য কেউ?

নতুন চ্যাম্পিয়নের তালিকায় সবার আগে আসে বেলজিয়ামের নামই। রেসের কালো ঘোড়া হিসেবে ইউরোপিয়ান ফুটবলে তাদের বেশ নাম আছে। গত বিশ্বকাপের ফাইনালিস্ট আর্জেন্টিনাকে কোয়ার্টার ফাইনালেই বেশ ঘাম ঝরাতে হয়েছিল বেলজিয়ামের বিপক্ষে খেলতে নেমে।

বিশ্বকাপে বেলজিয়ামের অতীত সেমিফাইনালেই আটকে আছে। ফাইনাল তাদের কখনই খেলা হয়নি। তবে ইডেন হ্যাজার্ড, কেভিন ডি ব্রুইনের মতো তারকারা নতুন করে স্বপ্ন দেখাচ্ছেন বেলজিয়ামকে। জি গ্রুপে তারা খেলবে ইংল্যান্ড, তিউনিসিয়া ও পানামার বিপক্ষে। গ্রুপ পর্বের বাধাটা সম্ভবত সহজেই পাড়ি দিতে পারবে তারা। তবে পরের রাউন্ডেই খেলাগুলো বেশ কঠিন হয়ে উঠবে।

ক্রিস্টিয়ানো রোনালদোর জন্য পর্তুগালকেও নতুন চ্যাম্পিয়ন হিসেবে ফেবারিটের তালিকায় রাখতে হবে। ইউরো কাপের শিরোপা জিতে রোনালদো এরই মধ্যে পর্তুগিজদের কাছে বিশেষ মর্যাদা পেয়েছেন। বিশ্বকাপ জিততে পারলে তিনিই হয়তো সর্বকালের সেরা পর্তুগিজ বলে বিবেচিত হবেন। পর্তুগালও বিশ্বকাপে সেমিফাইনালের সামনে যেতে পারেনি। এবার কি রোনালদো এই বাধাটা দূর করতে পারবেন? বি গ্রুপে পর্তুগিজরা মুখোমুখি হচ্ছে স্পেন, ইরান ও মরক্কোর। পর্তুগালও সম্ভবত গ্রুপ পর্বের বাধাটা সহজেই পাড়ি দিতে পারবে। তবে দ্বিতীয় রাউন্ডেই শুরু হবে কঠিন চ্যালেঞ্জ।

বেলজিয়াম ও পর্তুগাল ছাড়াও নতুন চ্যাম্পিয়ন হতে পারে ফিফা র্যাংকিংয়ে শীর্ষ দশে থাকা সুইজারল্যান্ড ও পোল্যান্ড। সুইসদের আছে আলপিনো মেসি খ্যাত শাকিরি। পোলিশদের আছে রবার্তো লিওয়ান্দোভস্কি। তা ছাড়া পেরু আর ডেনমার্কও কম শক্তিশালী নয়। আর সবাইকে চমকে দিয়ে ফিফা র্যাংকিংয়ে ১৪ নম্বরে থাকা তিউনিসিয়া কিছু ঘটিয়েও ফেলতে পারে!

সর্বশেষ খবর