রবিবার, ১০ জুন, ২০১৮ ০০:০০ টা

ম্যুলারও আছেন

ম্যুলারও আছেন

দিয়েগো ম্যারাডোনার কাছে তিনি ছিলেন ‘বলবয়’। আর্জেন্টিনার কোচের দায়িত্বে থাকা এই কিংবদন্তি ২০১০ বিশ্বকাপ শুরুর আগে কী ভুলটাই না করেছিলেন! যাকে গোনায় ধরেননি ম্যারাডোনা, সেই থমাস ম্যুলারের আলোতেই আলোকিত হয়েছিল জার্মানি। সেদিনের ‘বলবয়’ তার ফুটবল সামর্থ্য দিয়ে জার্মানির চতুর্থ বিশ্বকাপ জয়ে রেখেছেন গুরুত্বপূর্ণ ভূমিকা। ২০১০ বিশ্বকাপে ৫ গোল করার পর ব্রাজিলের আসরে জার্মানদের শিরোপা জেতার পথে করেছেন আরও ৫ গোল। সব মিলিয়ে বিশ্বকাপে খেলা ১৩ ম্যাচে ম্যুলারের গোলসংখ্যা ১০। গোলের এ পরিসংখ্যানই বলে দিচ্ছে বিশ্বমঞ্চে তিনি জার্মানির জন্য কতটা গুরুত্বপূর্ণ। পেশাদার স্ট্রাইকার না হয়েও গোলমুখে তার মতো ভয়ঙ্কর খেলোয়াড় খুব কমই আছেন ফুটবল বিশ্বে। বক্সের ভিতরে করে থাকেন তিনি পাখির চোখ। বিশেষ করে ছোট বক্সের সামনে তার সামর্থ্য বিস্ময়কর। উইং দিয়ে যেমন আক্রমণকে ধারালো করতে পারেন, তেমন ‘সেকেন্ড স্ট্রাইকার’ হিসেবেও পরীক্ষিত। প্রয়োজনে আবার মিডফিল্ডারের ভূমিকায়ও সাহায্য করতে পারেন দলকে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর