রবিবার, ১০ জুন, ২০১৮ ০০:০০ টা

সেই রদ্রিগেজ...

সেই রদ্রিগেজ...

২০১৪ বিশ্বকাপের আগে টুকটাক আলোচনা হয়েছিল তাকে নিয়ে, তবে ব্রাজিলের বিশ্বমঞ্চ যেভাবে আলোকিত করলেন হামেস রদ্রিগেজ, তা অনুমান করা কঠিন ছিল। বাঁ পায়ের জাদুতে অসাধারণ সব গোল করে কলম্বিয়াকে তুললেন কোয়ার্টার ফাইনালে, আর নিজেকে পরিণত করলেন ‘চরম আকাঙ্ক্ষিত’ এক খেলোয়াড়ে। সেই হামেস মাঝের চার বছরে অনেক কাঠখড় পুড়িয়ে আবার নামতে যাচ্ছেন বিশ্বকাপে। আগেরবারের চেয়ে রাশিয়ার আসরে তিনি অনেক বেশি পরিণত ও অভিজ্ঞ। লাতিন আমেরিকা অঞ্চলের বাছাইয়ে চতুর্থ হয়ে সরাসরি বিশ্বকাপ নিশ্চিত করেছে কলম্বিয়া। হোসে পেকেরমানের দলকে রাশিয়ার আসরের মূল পর্বে তোলার পথে হামেস করেছেন ৬ গোল। ব্রাজিল বিশ্বকাপের মূল মঞ্চেও ছয়বার লক্ষ্য ভেদ করেছিলেন তিনি, যাতে হয়েছিলেন ২০১৪ সালের আসরের সর্বোচ্চ গোলদাতা। সেবার কলম্বিয়ার খেলা পাঁচ ম্যাচের সব কটিতে গোল করেছিলেন ২৬ বছর বয়সী এই ফরোয়ার্ড।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর