শিরোনাম
রবিবার, ১০ জুন, ২০১৮ ০০:০০ টা

স্পেনকে রুখবে কে?

স্পেনকে রুখবে কে?

স্প্যানিশ ফুটবল নিয়ে ভবিষ্যতে ইতিহাসবিদরা আলোচনা করলে ‘টিকি-টাকা’ কৌশলকে একটা যুগ হিসেবে চিহ্নিত করবেন। সেই যুগের সেরা তারকাদের মধ্যে উচ্চারিত হবে ক্যাসিয়াস, জাভি, ইনিয়েস্তা, পুয়ল, ভিয়াদের নাম। টিকি-টাকা এমনই এক কৌশল যার মাধ্যমে স্পেন পরাজিত করেছিল ‘টোটাল ফুটবলে’র নেদারল্যান্ডসকে। জার্মানদের ফুটবলীয় গৌরব পরাজিত হয়েছিল স্পেনের কাছে। ল্যাটিন আমেরিকার শৈল্পিক ফুটবলও হার মেনেছিল।

স্প্যানিশ আর্মাডার বিশ্ব জয় কিন্তু এক-দুই বছরের ফসল ছিল না। কয়েকটা জেনারেশন সম্মিলিত প্রচেষ্টায় গড়ে তুলেছিল দুর্দান্ত এক দল। যারা বিশ্বসেরা হওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল নতুন শতকের গোড়া থেকেই। বার্সেলোনা আর রিয়াল মাদ্রিদের নামের আড়ালে গড়ে উঠছিল স্প্যানিশ আর্মাডা। এবার আর কোনো বিশেষ ক্লাবের ওপর নির্ভরশীল থাকেনি স্পেন। সেরা তারকাদের খুঁজে বের করে দুর্দান্ত একটা দল গড়ার দায়িত্ব পান লোপেতেগুই। রাশিয়া বিশ্বকাপের শীর্ষ ফেবারিট স্পেন। বি গ্রুপে তারা মুখোমুখি হবে পর্তুগাল, ইরান ও মরক্কোর। গ্রুপ পর্বটা সম্ভবত খুব সহজেই পাড়ি দেবে তারা। তবে পরের পর্ব থেকেই কঠিন বাধাগুলো অতিক্রম করতে হবে স্পেনকে। দ্বিতীয় রাউন্ডে তারা মুখোমুখি হতে পারে স্বাগতিক রাশিয়ার। কোয়ার্টার ফাইনালেই দেখা হতে পারে মেসিদের আর্জেন্টিনার। এই চ্যালেঞ্জগুলোর জন্য স্পেনের প্রস্তুতিটা খুব পাকাপোক্ত। আন্দ্রেস ইনিয়েস্তা তার শেষ বিশ্বকাপ খেলতে নামবেন। তরুণদের পথ দেখাবেন তিনি সামনে থেকে। আর তরুণদের বিক্রমটাও তো দেখতে হবে। মারকো আসেনসিও, ইসকো, থিয়াগো, লুকাস ভাজকুয়েজ, রদ্রিগোরাও তো আছেনই।

 

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর