ঢাকা, মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪

আজকের পত্রিকা

বৈঠকে বসেছেন বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির নেতারা
অনলাইন ডেস্ক

অষ্টম জাতীয় বেতন কাঠামোতে টাইম স্কেল পুনর্বহাল ও বেতন-বৈষম্য নিরসনের দাবিতে স্থগিত করা কর্মবিরতির পরবর্তী করণীয় ঠিক করতে বৈঠকে বসেছেন বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের নেতারা।

বৃহস্পতিবার বেলা সোয়া ১১ টায় বিশ্ববিদ্যালয়ের ক্লাব ভবনে তারা বৈঠকে বসেন।

উল্লেখ্য, প্রস্তাবিত বেতন কাঠামোতে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা চারটি দাবিতে দীর্ঘ নয় মাস ধরে আন্দোলন করছে। ১১ জানুয়ারি থেকে শিক্ষকরা লাগাতার কর্মবিরতির কর্মসূচি পালন করে।

১৮ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন শিক্ষক নেতারা। দাবি বাস্তবায়নে প্রধানমন্ত্রীর আশ্বাস পাওয়ার পর কর্মসূচি ৩ ফেব্রুয়ারি পর্যন্ত স্থগিত করা হয়েছিল।

বিডি-প্রতিদিন/ ০৪ ফেব্রুয়ারি ১৬/ সালাহ উদ্দীন



এই পাতার আরো খবর