ঢাকা, মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪

আজকের পত্রিকা

নোবিপ্রবিতে লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স শিক্ষার্থীদের নবীনবরণ
নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ইনস্টিটিউট অব ইনফরমেশন সায়েন্সেস (আইআইএস) এর অধীন পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা ইন নোবিপ্রবিতে লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। 

ইনস্টিটিউটের পরিচালক ড. আবদুল্লাহ-আল মামুনের সভাপতিত্বে রবিবার বিকেলে হাজী মো. ইদ্রিস অডিটোরিয়ামে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এম অহিদুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন নোবিপ্রবি উপ-উপাচার্য প্রফেসর ড. মো. আবুল হোসেন ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের তথ্য বিজ্ঞান ও গ্রন্থাগার ব্যস্থাপনা বিভাগের প্রফেসর ড. নাসির উদ্দিন প্রমুখ। শেষে মনোজ্ঞ এক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য, চলতি বছর এ ইনস্টিটিউটের অধীন এক বছর মেয়াদি ডিপ্লোমা কোর্সে ৬০ জন শিক্ষার্থী ভর্তি হয়েছেন।

বিডি-প্রতিদিন/২৩ এপ্রিল, ২০১৭/মাহবুব

 



এই পাতার আরো খবর