ঢাকা, মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪

আজকের পত্রিকা

শাবিতে বিশ্ব বন দিবস উদযাপিত
শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

পথসভা, র‌্যালি ও বৃক্ষরোপণ কর্মসূচির মধ্য দিয়ে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বিশ্ব বন দিবস উদযাপিত হয়েছে। এবারের বিশ্ব বন দিবসের প্রতিপাদ্য ছিল ‘বন ও টেকসই নগরী’।  

বুধবার বিশ্ববিদ্যালয়ের ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের বাংলাদেশ প্রফেশনাল ফরেস্ট্রি স্টুডেন্ট এসোসিয়েশনের (বাফসা) উদ্যোগে পথসভা ও র‌্যালির আয়োজন করা হয়। সভায় বক্তারা টেকসই ও বসবাসযোগ্য নগরী গড়ে তোলার জন্য বন ও তার সার্বিক কর্মকান্ডের গুরুত্ব আরোপ করেন। 

পথসভা পরবর্তী সমাবেশে বক্তব্য রাখেন স্কুল অফ এগ্রিকালচার এন্ড মিনারেল সায়েন্সের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ বেলাল উদ্দীন, ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. এজেডএম মঞ্জুর রশীদ, অধ্যাপক ড. নারায়ণ সাহা।

বিডি প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত তাফসীর



এই পাতার আরো খবর