ঢাকা, রবিবার, ২৮ এপ্রিল, ২০২৪

আজকের পত্রিকা

শাবিতে আনন্দ র‌্যালি
শাবি প্রতিনিধি:

জাতিসংঘ কর্তৃক বাংলাদেশকে স্বল্পন্নোত দেশ হতে উন্নয়নশীল দেশের স্বীকৃতি দেয়ায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আনন্দ র‌্যালি করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বৃহস্পতিবার সকাল দশটায় প্রশাসনিক ভবন-২ থেকে আনন্দ র‌্যালিটি বের করা হয়। র‌্যালিটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। এসময় উপস্থিত ছিলেন  উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ। 

র‌্যালি পরবর্তী সমাবেশে উপাচার্য বলেন, ‘শিক্ষা, বিদ্যুৎ, যোগাযোগ ও প্রযুক্তি, খাদ্য নিরাপত্তাসহ প্রায় সবক্ষেত্রেই বাংলাদেশ উপমহাদেশের যে কোন দেশের চেয়ে অনেক এগিয়ে আছি। আমাদের উচিত সরকারের উন্নয়নকাজে সহযোগিতা করার পাশাপাশি দেশের উন্নয়নে কাজ করা।’   

এসময় আরো উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. ইলিয়াস উদ্দীন বিশ্বাস, আয়োজন কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. রাশেদ তালুকদার, প্রক্টর জহীর উদ্দিন আহমদ সহ শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। 

উল্লেখ্য, গত ১৭ মার্চ জাতিসংঘ বাংলাদেশকে উন্নয়নশীল দেশ হিসেবে স্বীকৃতি দেয়।

বিডিপ্রতিদিন/ ২২ মার্চ, ২০১৮/ ই জাহান



এই পাতার আরো খবর