ঢাকা, মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪

আজকের পত্রিকা

করোনায় বিশ্বে ২৫ কোটি হৃদরোগী উচ্চ ঝুঁকিতে
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম:

বিশ্বজুড়ে প্রতিবছর এক কোটি ৮৬ লক্ষের বেশি মানুষ হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যায়। বিশ্বে প্রায় ২৫ কোটি হৃদরোগী রয়েছে। যারা এখন কোভিড-১৯ এর কারণে উচ্চ ঝুঁকিতে আছে। এসব রোগী করোনা আক্রান্ত হলে তাদের জটিলতা বৃদ্ধিরও আশংকা রয়েছে। বর্তমানে স্বাস্থবিধি মেনে চলার পাশাপাশি খাদ্যাভ্যাসও পরিবর্তন করতে হবে। লাইফ স্টাইলেও আনতে হবে পরিবর্তন। স্বাস্থবিধি ও খাদ্যবিধি মেনে চললে হৃদরোগ প্রতিরোধ করা সম্ভব হবে।  

মঙ্গলবার সকালে বিশ্ব হার্ট দিবস উপলক্ষে ‘হার্ট এন্ড ভাসকুলার সেন্টার চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতাল’ এর উদ্যোগে হাসপাতালের কনফারেন্স রুমে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য প্রকাশ করা হয়। সংবাদ সম্মেলনে হার্ট এন্ড ভাসকুলার বিষয়ক তথ্যচিত্র উপস্থাপন করেন হাসপাতালের চীফ কার্ডিওভাসকুলার সার্জন ডা. সারওয়ার কামাল ও হাসপাতালের চীফ কার্ডিওলজিস্ট ডা. আবদুল মোত্তালিব। 

হার্ট এন্ড ভাসকুলার সেন্টারের চীফ কোঅর্ডিনেটর ডা. ইরফান চৌধুরীর সঞ্চলনায় সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. একেএম ফজলুল হক, হাসপাতালের ল্যাব ডাইরেক্টর সহকারী অধ্যাপক এম এ হাশেম। উপস্থিত ছিলেন সিনিয়র কার্ডিওলজিস্ট ডা. আখতার হোসাইন, মেডিকেল ডাইরেক্টর ডা. মুজিবুল হক, ডা. কাওয়সার আলম, ডা. নুরুন্নবী, ফিন্যানেন্স ডাইরেক্টর ইঞ্জিনিয়ার সিকান্দার, ডিজিএম ফাইন্যান্স আরিফুল ইসলাম প্রমুখ। সংবাদ সম্মেলনে দুইজন হৃদরোগী নিজের অভিজ্ঞতা তুলে ধরেন।   

ডা. একেএম ফজলুল হক বলেন, দেশের অন্যান্য জেলার তুলনায় চট্টগ্রামে হৃদরোগীর সংখ্যা বেশি। এক সময় চট্টগ্রামের হৃদরোগীরা চিকিৎসার জন্য ঢাকাসহ দেশের বাইরে যাওয়ার প্রয়োজন হত। এখন চট্টগ্রামের রোগী স্বল্প খরচে বিশ্বমানের সেবা পাচ্ছে। এখানে হার্টের পূর্ণাঙ্গ চিকিৎসা সেবা চলছে।

ডা. আবদুল মোত্তালিব বলেন, চট্টগ্রামের রোগীর সার্বক্ষণিক সেবা নিশ্চিতে ২৪ ঘণ্টা রোগীদের সব ধরণের সেবা নিশ্চিত করা হয়েছে। হার্টের এনজিওগ্রাম, এনজিওপ্লাস্টি, প্রাইমারি এনজিওপ্লাস্টি, ডিভাইস ক্লোজার ও আইএবিপি এসিস্ট্যাড এনজিওপ্লাস্টি, পিটিএমসি, পিপিএম ও আইসিডি ইমপ্লেনটেশন করা হচ্ছে।

বিডি প্রতিদিন/এ মজুমদার 



এই পাতার আরো খবর