ঢাকা, মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪

আজকের পত্রিকা

টঙ্গীতে তলিয়ে গেছে রাস্তাঘাট,পানিবন্দী মানুষের দুর্ভোগ
টঙ্গী প্রতিনিধি:

গত ৩দিনের টানা ভারি বর্ষণ ও ড্রেনেজ ব্যবস্থার অপ্রতুলতার কারণে গাজীপুর সিটি করপোরেশনের বিভিন্ন এলাকায় পচাঁ ও নোংরা পানিতে তলিয়ে গেছে রাস্তাঘাট। এতে পানিবন্দী হয়ে পড়েছেন এলাকার হাজার হাজার মানুষ। 

পানিবন্দী এলাকার স্কুল-কলেজ-মাদরাসাগামী শিক্ষার্থীরা তাদের শিক্ষাপ্রতিষ্ঠানে যেতে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। নোংরা ও ময়লাযুক্ত পানিতে চলাচল করায় এসব এলাকার লোকজন পানিবাহিত নানা ধরনের রোগে আক্রান্ত হচ্ছেন।  স্কুল-কলেজগামী শিক্ষার্থী ও অফিস আদালতমুখি কর্মকর্তা-কর্মচারীরা পড়েছেন চরম বেকায়দায়। ভারি বর্ষণে অসহনীয় দুর্ভোগে পড়েছেন গার্মেন্টকর্মীরাও।   সরেজমিনে ঘুরে দেখা যায়, টঙ্গী-কালীগঞ্জ সড়কের ষ্টেশন রোড, আরিচপুর, মদিনাপাড়া, মধুমিতা, মরকুন, শিলমুন, ভাদাম, মুদাফা, দেওড়া, সাতাইশ, খরতৈল, গাজীপুরা, খাঁ-পাড়া, মৃত্তিবাড়ি রোড, এরশাদনগর, হোসেন মার্কেট, লেদুমোল্লা রোড, আউচপাড়া, সফিউদ্দিন সরকার রোড, কলেজ রোড, মোক্তারবাড়ি রোড, সুরতরঙ্গ রোড, আলকাছ কমিশনার রোড, চেরাগআলী, দত্তপাড়া, বনমালা রোড, সাহাজ উদ্দিন সরকার একাডেমী রোড, সফিউদ্দিন সরকার কম্পপ্লেক্সের পেছনের রাস্তা, সরকারি হাসপাতালের ভেতর পানি প্রবেশসহ পুরো নগরীর বিভিন্ন এলাকার  রাস্তা পানিতে তলিয়ে গেছে। 

এদিকে টঙ্গী থানার সামনে কোমর সমান পানি জমে থাকায় গাড়ি চলাচল থমকে গেছে। টঙ্গী ষ্টেশনরোড এলাকার চা-পানের দোকানি আনোয়ার হোসেন বলেন, টঙ্গী-কালীগঞ্জ সড়কে পানি জমে থাকায় তিনদিন দোকান খুলতেই পারিনি। এরকম পরিস্থিতি আরও দুই এক দিন থাকলে আমার মতো নিম্ন আয়ের মানুষের পরিবার পরিজন নিয়ে বাঁচতে অনেক কষ্ট হবে। সড়কে পানি ওঠায় যানবাহন চলাচলেও বিঘ্ন ঘটছে।

টঙ্গী সরকারি হাসপাতালে জরুরি বিভাগে চিকিৎসা নিতে আসা মো. রায়হান নামে এক রোগী বলেন, তিনদিন যাবত টঙ্গী সরকারি হাসপাতালের জরুরি বিভাগে পানি জমে আছে। এমনকি পুরো হাসপাতাল প্রাঙ্গণটি ময়লা ও নোংরা পানির নিচে থাকায় কেউ হাসপাতালে আসতে পারছেন না। 

এবিষয়ে যোগাযোগ করা হলে গাজীপুর সিটি করপোরেশনের নির্বাহী প্রকৌশলী মো. লেহাজ উদ্দিন বলেন, জলবদ্ধতার স্থায়ী সমাধানের জন্য সিটি করপোরেশনের পক্ষ থেকে বিভিন্ন প্রকল্প হাতে নেওয়া হয়েছে। ইতোমধ্যে বেশ কিছু ড্রেন পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়েছে। তবে নির্মাণাধীন ড্রেনের কাজ শেষ হলে জলাবদ্ধতা সমস্যার অনেকটাই সমাধান হবে।

বিডিপ্রতিদিন/ ২২ অক্টোবর,২০১৭/ ই জাহান



এই পাতার আরো খবর