ঢাকা, শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৪

আজকের পত্রিকা

কৃষক ও শ্রমিকদের দাবি আদায়ে বিএনপির কর্মসূচি
অনলাইন ডেস্ক
ফাইল ছবি

পাটকল শ্রমিকদের বকেয়া-বেতনসহ ৯ দফা দাবি এবং কৃষকদের ধানের ন্যায্যমূল্য নিশ্চিত করতে দুই দিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। আজ রবিবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন থেকে এ কর্মসূচি ঘোষণা দেন দলটির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী।

কর্মসূচির মধ্যে রয়েছে- আগামী ২১ মে (মঙ্গলবার) বিএনপির উদ্যোগে দেশব্যাপী জেলা প্রশাসক কার্যালয়ে স্মারকলিপি প্রদান এবং ২৩ মে (বৃহস্পতিবার) সারাদেশে ইউনিয়ন পর্যায়ের হাটবাজারে মানববন্ধন কর্মসূচি পালন।

বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করে বলেন, উৎপাদন খরচ থেকে ৩০০ টাকা কমে প্রতি মণ ধান বিক্রি করতে হচ্ছে কৃষকদের। প্রতি বিঘা জমিতে কৃষকের ক্ষতি হচ্ছে দুই হাজার টাকা।  তিনি জানান, ধানের ন্যায্যমূল্য না থাকায় টাঙ্গাইলের কালিহাতী, জয়পুরহাট, নেত্রকোনাসহ বিভিন্ন স্থানে কৃষক পাকা ধানক্ষেতে আগুন দিচ্ছেন, পাকা ধানে মই দিচ্ছেন, সড়কে ধান ছিটিয়ে প্রতিবাদ করছেন।

বিডি প্রতিদিন/এ মজুমদার



এই পাতার আরো খবর