ঢাকা, মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪

আজকের পত্রিকা

আগুন পোহাতে গিয়ে আরও এক বৃদ্ধার মৃত্যু
নিজস্ব প্রতিবেদক, রংপুর
ফাইল ছবি

শীতের হাত থেকে রক্ষা পেতে আগুন পোহাতে গিয়ে অগ্নিদগ্ধ হয়ে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় আরও একজন বৃদ্ধা মারা গেছেন।  

লালমনিরহাট সদরের খেজমতি বেগম (৬০) নামের ওই বৃদ্ধা আজ সোমবার সকালে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বার্ণ ইউনিটে মারা যান। তার দেহের ৪০ শতাংশ পুড়ে গিয়েছিল। তাকে কয়েকদিন আগে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। শীতের হাত থেকে রক্ষা পেতে আগুনে দগ্ধ হয়ে এ হাসপাতালে এখন পর্যন্ত ৫ জন মারা গেল। তারা সকলেই নারী। চিকিৎসাধিন রয়েছে আরও ১৫ নারী ও শিশু। 

রংপুর বার্ন ইউনিট সূত্রে জানা গেছে, বর্তমানে ১৫ জন আগুন পোহাতে গিয়ে অগ্নিদগ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এদের শরীরের ৩০-৪০ শতাংশ পুড়ে গেছে। 

রমেক হাসপাতালের  বার্ন ইউনিটের প্রধান ডা. আব্দুল হামিদ পলাশ বৃদ্ধার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, এখনও আরও ১৫ জন আগুন পাহাতে গিয়ে দগ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ



এই পাতার আরো খবর