ঢাকা, মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪

আজকের পত্রিকা

মিরপুরে কিশোর গ্যাং ‘অপুর দল’র তিন সদস্য আটক
অনলাইন ডেস্ক
সংগৃহীত ছবি

রাজধানীর মিরপুরে ‘অপুর দল’ নামে একটি কিশোর গ্যাংয়ের প্রধান অপুসহ তিনজনকে আটক করেছে র‍্যাব। এসময় তাদের কাছ থেকে বিভিন্ন দেশীয় অস্ত্র, ইয়াবা ও টাকা উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার মিরপুর মডেল থানার ৬০ ফিট এলাকা থেকে তাদের আটক করা হয়। শুক্রবার দুপুরে গণমাধ্যমকে র‍্যাব-৪ এর অধিনায়ক (সিও) অতিরিক্ত ডিআইজি মোজাম্মেল হক এ তথ্য নিশ্চিত করেন।

আটককৃতরা হলেন, মো. নাসির আহমেদ ওরফে অপু (২৩), মো. হৃদয় (২১) ও মো. আতিকুর রহমান (২৫)। 

আটককৃতদের কাছ থেকে একটি চাইনিজ কুড়াল, একটি ফোল্ডিং চাকু, একটি চাপাতি, ৫০ পিস ইয়াবা এবং নগদ ৫১০ টাকা উদ্ধার করা হয়।

ডিআইজি মোজাম্মেল হক বলেন, ‘গ্রেফতার হওয়া তরুণরা মাদক ব্যবসা, চাঁদাবাজি, ছিনতাই, মেয়েদের উত্যক্ত করাসহ নানান অপকর্মের সঙ্গে জড়িত থাকার কথা তারা স্বীকার করেছে। তারা রাস্তাঘাটে পরিকল্পিতভাবে দলবদ্ধ হয়ে ভয়ভীতি দেখিয়ে এলাকায় ত্রাস সৃষ্টি করে আসছিল।’

তিনি আরও বলেন, তাদের চলাফেরা বেপরোয়া এবং গতি খুব দ্রুত। এরা কারও কাছ থেকে ছিনতাইয়ের পর দ্রুত সেই সামগ্রী পেছনে থাকা তাদের দলের অন্য সদস্যদের কাছে হস্তান্তর করে। ছিনতাইয়ের কাজে ব্যবহারের জন্য তারা সবসময় নিজেদের কাছে ধারালো দেশীয় অস্ত্র রাখে।’

বিডি-প্রতিদিন/বাজিত হোসেন



এই পাতার আরো খবর