ঢাকা, মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪

আজকের পত্রিকা

নাটোরে সর্দি, কাশি ও জ্বর নিয়ে তরুণী বাবার বাড়িতে, দুই বাড়ি লকডাউন
নাটোর প্রতিনিধি

ঢাকা থেকে সর্দি, কাশি ও জ্বর নিয়ে এক তরুণী নাটোর শহরের বাবার বাড়িতে আসায় দুটি বাড়ি লকডাউন করা হয়েছে। বুধবার সকালে নাটোর শহরের কান্দিভিটুয়া মহল্লার দুটি বাড়ি লকডাউন ঘোষণা করে উপজেলা প্রশাসন।

নাটোর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাহাঙ্গীর আলম বলেন, শহরের কান্দিভিটুয়া মহল্লার এক তরুণী (২১) ঢাকা থেকে করোনার উপসর্গ নিয়ে বাবার বাড়িতে অবস্থান করছিলেন। অসুস্থতার খবর পেয়ে সদর হাসপাতালের চিকিৎসক দল মঙ্গলবার রাতে ওই নারীর নমুনা সংগ্রহ করে। নমুনা পরীক্ষার ফল না আসা পর্যন্ত ওই তরুণী ও তার ভাইয়ের পৃথক দুটি বাড়ি লকডাউন করা হয়েছে। 

বুধবার সকালে সদর থানা পুলিশ ওই বাড়ি দুটির প্রধান ফটকে তালা লাগিয়ে দিয়েছে। পরিবারের সদস্যদের বাড়ি থেকে বের না হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে

এ ঘটনায় করোনা পরীক্ষার জন্য ওই তরুণীসহ দুজনের নমুনা সংগ্রহ করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বিডি প্রতিদিন/আল আমীন

 



এই পাতার আরো খবর