ঢাকা, মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪

আজকের পত্রিকা

দিনাজপুরে করোনায় আরও ৩ জনের মৃত্যু
দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুরের করোনায় আক্রান্ত হয়ে নবাবগঞ্জে মো. আব্দুল গফুর নামে একজন, চিরিরবন্দরে বিএনপি নেতা অধ্যক্ষ একেএম ফজলুর রহমান এবং বীরগঞ্জে কছর শেখ নামে আরেকজনের মৃত্যু হয়েছে।

বুধবার ভোরে করোনায়ভাইরাসে নবাবগঞ্জ উপজেলার বিনোদনগর ইউনিয়নের তর্পনঘাট এলাকার নিজ বাসায় মো.আব্দুল গফুর (৭৩) এবং বুধবার ভোর রাতে চিরিরবন্দর উপজেলার সাতনালা ইউপি চেয়ারম্যান ও উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক অধ্যক্ষ একেএম ফজলুর রহমান দুলাল (৫৩) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। অপরজন বুধবার সকাল ৮টার দিকে বীরগঞ্জের নিজপাড়া ইউপির কছর শেখ (৭০) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

দিনাজপুর জেলা সিভিল সার্জন আব্দুল কুদ্দুস বলেন, জেলায় নবাবগঞ্জ, চিরিরবন্দর ও বীরগঞ্জ উপজেলায় করোনায় আক্রান্ত হয়ে তিন ব্যক্তি মারা গেছেন। তাদের তিনজনকেই স্বাস্থ্যবিধি মেনে দাফন কাজ সম্পাদন করেছে কোয়ান্টাম ফাউন্ডেশন দিনাজপুরের স্বেচ্ছাসেবীরা। এই নিয়ে জেলায় করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়াল ২২ জনে। জেলায় মোট করোনায় আক্রান্ত ১০৩৯ জন এবং এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৬১০ জন।   বিডি প্রতিদিন/আল আমীন



এই পাতার আরো খবর