ঢাকা, মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪

আজকের পত্রিকা

\\\'নজরুল নিরপেক্ষ ছিলেন না, আমিও নই\\\'

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, কবি নজরুল নিরপেক্ষ ছিলেন না। তিনি সাম্রাজ্যবাদের বিরুদ্ধে ছিলেন। পরাধীনতা ও শোষণের বিরুদ্ধে লড়াই করেছেন এবং সাম্যের পক্ষে ছিলেন। কবির এ কথার সূত্র ধরেই ত্রিশালের মাটিতে দাঁড়িয়ে আপনাদের সাক্ষী রেখে বলতে চাই আমি ইনু নিরপেক্ষ না। আমারও পক্ষ আছে।

আজ দুপুর সাড়ে ১২টার দিকে ময়মনসিংহের ত্রিশালের দরিরামপুর নজরুল মঞ্চে তিনদিন ব্যাপী নজরুল জন্মজয়ন্তীর দ্বিতীয় দিনের অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, নজরুল একদিকে নাগরিক কবি, অন্যদিকে চারণ কবিও বটে। কবি নজরুল ছিলেন সেই কবি যিনি সব সময় অন্যায়, অবিচারের বিরুদ্ধে সোচ্চার থেকেছেন। নজরুলকে আমরা পাই সত্যের সন্ধানে, সাম্যের জয়গানে, উদ্দাম তারুণ্যে। জাতীয় কবি নজরুল ছিলেন প্রকৃত বাঙালির কবি।

ঢাকা বিভাগীয় ভারপ্রাপ্ত কমিশনার মো. আনিসুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী ক্যাপ্টেন (অব.) মুজিবুর রহমান ফকির, সাবেক সংসদ সদস্য রেজা আলী, জাতীয় কৃষক জোট কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক রতন সরকার, ত্রিশাল উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আনোয়ার হোসেন আকন্দ।

বিডি-প্রতিদিন/ ২৭ মে ১৫/ সালাহ উদ্দীন 



এই পাতার আরো খবর