ঢাকা, মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪

আজকের পত্রিকা

তনু হত্যার বিচার দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ অব্যাহত
চৌদ্দগ্রাম প্রতিনিধি

কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে অধ্যয়নরত মিয়াবাজার এলাকার ছাত্র-ছাত্রীদের উদ্যোগে সোহাগী জাহান তনু হত্যার সুষ্ঠু বিচারের দাবিতে আজ বুধবার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিয়াবাজারে মানববন্ধন ও প্রতিবাদ সভা হয়েছে। মানববন্ধনে মিয়াবাজারস্থ মিয়াবাজার ডিগ্রী কলেজ, মিয়াবাজার লতিফুন্নেসা উচ্চ বিদ্যালয়, বালিকা বিদ্যালয়, প্রাথমিক বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কয়েক হাজার শিক্ষার্থী ছাড়াও রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

মানববন্ধনে নেতৃত্ব দেন উপজেলা ছাত্রলীগের সিনিয়ার সহ-সভাপতি মতিউর রহমান জালাল, উজিপুর ইউনিয়নের ছাত্রলীগের সভাপতি আবুল কালাম ও সাধারণ সম্পাদক মাহবুব। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কুমিল্লা ভিক্টোরিয়া বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্র আবু হানিফ, শাখাওয়াত হোসেন, শরিয়ত উ্যহ শরিফ, জিএম সাদ্দাম, রাশেদ, শিপন, ওয়াসিম, ইউসুফ, ফারুক, জসিম, জামাল, ইয়াছিন, প্রসজিত্, অভি, মোস্তাফিজ, আনোযার, রবিউল ইসলাম বাপ্পি, সুজনসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।

মিছিলে বিভিন্ন স্লোগানে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিয়াবাজার প্রকম্পিত হয়ে উঠে। এরপর মানববন্ধনে অংশগ্রহণকারীরা তনুর ধর্ষক ও ঘাতকদের অবিলম্বে গ্রেফতার এবং ফাঁসির দাবি জানান।

বিডি-প্রতিদিন/৩০ মার্চ ২০১৬/শরীফ

 



এই পাতার আরো খবর