ঢাকা, মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪

আজকের পত্রিকা

সীমান্তে পাচারকালে শিশুসহ ১০ বাংলাদেশি উদ্ধার, আটক ১
অনলাইন ডেস্ক

বেনাপোল সীমান্ত পথে ভারতে পাচারের সময় শিশুসহ বাংলাদেশি ১০ নারী-পুরুষকে উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এসময় তুহিন (২৪) নামে এক পাচারকারীকে আটক করা হয়। শুক্রবার রাতে ভারত সীমান্তবর্তী এলাকা বেনাপোলের সাদীপুর গ্রামে এ ঘটনা ঘটে। 

আটককৃত তুহিন বেনাপোল পোর্ট থানার সাদিপুর গ্রামের আবুল হোসেনের ছেলে। এছাড়া উদ্ধারকৃতরা হলেন- সুনীল, সুমন, সম্রাট, তমিজ উদ্দিন, সোমেল, সোনালী, শেফালী, স্নেহা, নিরব ও শিশু পপি। এদের বাড়ি নেত্রকোনা, সিলেট, বাগেরহাট ও যশোর জেলার বিভিন্ন এলাকায়।

২৬ বিজিবি ব্যাটালিয়নের বেনাপোল আইসিপি ক্যাম্পের কমান্ডার নায়েব সুবেদার নজরুল ইসলাম জানান, বেশ কয়েকজন নারী-পুরুষ ও শিশুকে সাদীপুর সীমান্তের নাপিতবাড়ি দিয়ে অবৈধভাবে ভারতে পাচার করছে এমন খবরে অভিযান চালিয়ে পাচারকারীকে আটক করা হয়। রাতেই আটককৃত এবং উদ্ধারকৃতদের বেনাপোল পোর্ট থানা পুলিশে সোপর্দ করা হয়েছে। 

বিডি প্রতিদিন/২২ অক্টোবর ২০১৬/হিমেল



এই পাতার আরো খবর