ঢাকা, শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৪

আজকের পত্রিকা

লক্ষ্মীপুরে গণধর্ষণ মামলায় চার ব্যক্তির ফাঁসি
লক্ষ্মীপুর প্রতিনিধি

লক্ষ্মীপুরের কমলনগরে গণধর্ষণের অপরাধে চারজনের ফাঁসি কার্যকরের নির্দেশ দিয়েছেন জেলা ও দায়রা জজ আদালত। বুধবার দুপুরে বিচারক ড.এ কে এম আবুল কাশেম এ রায় দেন।

ফাঁসির দন্ডপ্রাপ্তরা হলেন কমলনগর উপজেলার চরবসু এলাকার ছানা উল্যাহ, চরকালকিনি গ্রামের মো. হারুন, চরকাদিরা এলাকার কাশেম ওরফে কাশেম মাঝি ও নোয়াখালীর সুধারামের আন্ডার চর গ্রামের মো. রহিম। এ মামলায় খালাস পেয়েছেন চরকাদিরা গ্রামের তাজল হকের ছেলে আনার উল্যাহ।

প্রত্যেক আসামীকে ২০ হাজার টাকা করে জরিমানা পরিশোধ করার আদেশ দেয়া হয়েছে। রাষ্ট্রপক্ষের আইনজীবী লক্ষ্মীপুর জজকোর্টের অতিরিক্ত পিপি অ্যাডভোকেট আবুল বাশার রায়ের বিষয়টি নিশ্চিত করেন।

মামলা ও আদালত সূত্রে জানা যায়, ২০১৪ সালের ২২ ডিসেম্বর রাতে ঘরের দরজা ভেঙ্গে সন্তানের সামনে এক গৃহবধূকে পালাক্রমে গণধর্ষণ করে সন্ত্রাসীরা। ওই সময়ে গৃহবধূর যৌনাঙ্গে লাঠি ঢুকিয়ে দেয় তারা। সেই নারী দীর্ঘদিন চিকিৎসাধীন ছিলেন।

২০১৪ সালের ২৯ ডিসেম্বর গৃহবধূর স্বামী বাদী হয়ে কমলনগর থানায় চারজনের নাম উল্লেখসহ মোট নয়জনকে আসামী করে মামলা করেন। পাঁচজনকে অভিযুক্ত করে ২০১৫ সালের ৩১ মে আদালতে চার্জশীট দেয় পুলিশ। দীর্ঘ শুনানী শেষে নয়জন স্বাক্ষীর স্বাক্ষ্য গ্রহণের দুই বছর তিন মাস পর আদালত এ রায় দেন। রায়ে সন্তোষ প্রকাশ করেছেন নির্যাতিত নারীর পরিবার।

বিডি প্রতিদিন/২৯ মার্চ, ২০১৭/ফারজানা



এই পাতার আরো খবর