‘সৎ এবং বিশ্বস্ত ব্যবসায়ী কেয়ামতের দিন শহীদদের সাথে থাকবে’, এই প্রতিপাদ্য নিয়ে আইবিডব্লিউএফ মাগুরা জেলা শাখা ব্যবসায়ী ও উদ্যোক্তা সম্মেলন করেছে। শনিবার সকালে মাগুরায় আসাদুজ্জামান মিলনায়তনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
মাগুরা জেলা আইবিডব্লিউএফ’র সভাপতি নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন জেলা জামায়াতের আমির এম বি বাকের। প্রধান বক্তা ছিলেন আব্দুল মতিন। এ সময় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
সম্মেলনে জেলা জামায়াতে ইসলামীর আমির এম বি বাকের বলেন, ৯৫ শতাংশ মুসলমানের বাংলাদেশ আজ দুর্নীতিতে চ্যাম্পিয়ন। বাংলাদেশ জামায়াত ইসলামের স্বপ্ন এই বাংলাদেশকে সুখী সমৃদ্ধশালী রাষ্ট্র বানাতে চাই, এজন্য ব্যবসায়ীদের সততার সাথে ব্যবসা করতে হবে।
বিডি প্রতিদিন/এমআই