অনলাইন ভার্সন
গোলাপি রঙের পদ্মফুল মুগ্ধতা ছড়াচ্ছে গোলাপি রঙের পদ্মফুল মুগ্ধতা ছড়াচ্ছে

গোলাপি রঙের পদ্ম ফুটেছে। শিশির ভেজা ফুটন্ত পদ্মফুলগুলো যেন সজিব,প্রাণবন্ত। ভেজা স্নিগ্ধ এসব পদ্মগুলো গ্রামীণ জনপদের শীতের আবহকে কয়েকগুণ বাড়িয়ে তুলেছে। প্রকৃতির এই অপরূপ সৌন্দর্য যে কাউকে মুগ্ধ করছে।  নদী-নালা কিংবা বিলে নয় দৃষ্টিনন্দন পদ্মফুল ফুটেছে খালের পানিতে। অনেকটা এলাকা জুড়ে এই পদ্মফুল মুগ্ধতা ছড়াচ্ছে। সকাল ও বিকেলে মানুষের আনাগোনায় জায়গাটি নান্দনিকতা পেয়েছে।…