যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, তিনি আটটি যুদ্ধের মধ্যে পাঁচটি থামিয়েছিলেন ‘শুল্কের হুমকি’ ব্যবহার করে। তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র সারা বিশ্বের দেশগুলো থেকে শুল্কের মাধ্যমে ‘ট্রিলিয়ন ডলার’ নিচ্ছে। এবং এ পদক্ষেপ যুক্তরাষ্ট্রের অর্থনীতিকে উপকৃত করেছে বলে তিনি ইঙ্গিত দেন। ট্রুথ সোশ্যালে একটি পোস্টে ট্রাম্প জানান, তিনি আটটির মধ্যে পাঁচটি যুদ্ধ থামিয়েছেন ‘সরাসরি শুল্কের হুমকির’ মাধ্যমে।
শনিবারের ওই পোস্টে ট্রাম্প লিখেছেন, ‘আমরা বিদেশি দেশগুলো থেকে শুল্ক এবং বিনিয়োগের ডলার হিসেবে ট্রিলিয়ন ডলার নিচ্ছি শুল্কের কারণে। আমি আটটির মধ্যে পাঁচটি যুদ্ধ থামিয়েছি সরাসরি এ হুমকির মাধ্যমে যে, তারা যদি লড়াই বন্ধ না করে, অথবা আরও ভালো, যদি তারা শুরু করে, তাহলে শুল্ক আরোপ করা হবে।’
তার পূর্বসূরি জো বাইডেনকে কটাক্ষ করে ট্রাম্প দাবি করেন, এখন যুক্তরাষ্ট্রে প্রায় ‘কোনো মুদ্রাস্ফীতি’ নেই, অথচ ‘সিøপি জো বাইডেনের অধীনে এটি ছিল যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে খারাপ’। তিনি লেখেন, ‘শেয়ারবাজার মাত্র ৯ মাসে ৪৮তম বারের মতো সর্বোচ্চ অবস্থানে পৌঁছেছে। লিওনার্ড লিও, কোক এবং সব দেশ ও নোংরা লোকেরা শুল্ক ব্যবহার করে যুক্তরাষ্ট্রকে ঠকিয়েছে।’