বাংলাদেশে স্মার্ট টিভি, ফ্রিজ, ওয়াশিং মেশিন, এসিসহ স্মার্ট গৃহস্থালি যন্ত্রপাতির ব্যবহার দ্রুত বাড়ছে। সময় সাশ্রয়, ঝামেলাহীন ব্যবহার, জ্বালানি সাশ্রয় ও সহজ নিয়ন্ত্রণ এসব কারণেই মানুষ এখন আগের তুলনায় অনেক বেশি স্মার্ট পণ্যের দিকে ঝুঁকছে। স্মার্ট হোম, আইওটি ও এআই প্রযুক্তির এই নতুন যাত্রা নিয়ে বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে কথা বলেছেন বাটারফ্লাই গ্রুপের ডিজিএম ও হেড অব প্রোডাক্ট এ এস এম মুনতাসির চৌধুরী।
এ এস এম মুনতাসির চৌধুরী বলেন, স্মার্ট ডিভাইস এখন মানুষের জীবনকে উল্লেখযোগ্যভাবে সহজ করছে। তিনি বলেন, স্মার্ট টিভি এখন ভয়েস কমান্ডে নিয়ন্ত্রণ করা যায়, যে কোনো কনটেন্ট মুহূর্তেই পাওয়া যায়। স্মার্ট ফ্রিজ ইনভার্টার কম্প্রেসর,

ডোর কুলিং প্রযুক্তি ও ডিসপ্লের মাধ্যমে ফ্রিজ না খুলেই তাপমাত্রা দেখার সুবিধা দিচ্ছে। এমনকি ফ্রিজ না খুলেও ভিতরের জিনিস দেখা যায়-এমন আধুনিক ফিচারও এসেছে। স্মার্ট ওয়াশিং মেশিন স্বয়ংক্রিয়ভাবে সঠিক সময়ে ওয়াশিং শেষ করে, কাপড় শুকায় এবং ব্যবহারকারীর কাজের চাপ কমায়। তিনি জানান, হাউস অব বাটারফ্লাই স্মার্ট প্রযুক্তির এসব সুবিধাকে আরও উন্নত ও সহজ করার লক্ষ্য নিয়েই কাজ করছে। স্মার্ট ডিভাইস গ্রাহকদের আচরণ বদলে দিয়েছে। মুনতাসির চৌধুরীর মতে, গ্রাহকদের অগ্রাধিকার এখন পুরোপুরি বদলে গেছে। মানুষ সময় বাঁচাতে চায়, সহজে নিয়ন্ত্রণ করতে চায় এবং ঝামেলামুক্ত সমাধান চায়। তাই স্মার্ট ফিচারের গুরুত্ব এখন আগের যে কোনো সময়ের চেয়ে বেশি। গ্রাহকরা প্রযুক্তি নিয়ে আরও সচেতন হয়েছে, ফলে তারা নতুন নতুন উদ্ভাবন দ্রুত গ্রহণ করছে। বিশ্বে স্মার্ট হোম প্রযুক্তি ইতোমধ্যে জনপ্রিয়তা পেয়েছে। বাংলাদেশেও এই প্রযুক্তির বিস্তার শুরু হয়েছে বলে জানান তিনি। ভবিষ্যতের স্মার্ট হোম হবে এমন, যেখানে বাসার লাইট, ফ্যান, ডোর লক, টিভি, ফ্রিজ, এসি সবকিছু মোবাইল বা কম্পিউটার দিয়ে নিয়ন্ত্রণ করা যাবে, ঘরে না থাকলেও। ইন্টারনেট সংযোগ থাকলে ফ্রিজের তাপমাত্রা দেখা, ওয়াশিং মেশিনের কাজ শেষ হয়েছে কি না জানা, ঘরে ঢোকার আগেই এসি চালানো এসব কাজ এক ট্যাপে করা যাবে। তিনি বলেন, বাংলাদেশি গ্রাহকরা এখন অনেক বেশি প্রযুক্তিগতভাবে সচেতন। তাই চ্যালেঞ্জ কম, বরং সুযোগই বেশি। গ্রাহকদের বোঝাতে পারলে তারা সহজেই নতুন প্রযুক্তি গ্রহণ করেন বিশেষত যদি তা সময় বাঁচায়, জ্বালানি সাশ্রয় করে এবং দৈনন্দিন কাজকে সহজ করে। বাটারফ্লাই বিশ্বের শীর্ষ ব্র্যান্ডগুলোর সঙ্গে কাজ করায় তথ্য নিরাপত্তা সর্বদাই অগ্রাধিকার পায় বলে জানান তিনি। স্মার্ট প্রযুক্তিতে ডেটা সিকিউরিটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা এবং আমাদের আন্তর্জাতিক ব্র্যান্ড পার্টনাররা নিরাপত্তা নিশ্চিতের জন্য সর্বোচ্চ মান বজায় রাখি। মুনতাসির চৌধুরী বলেন, স্মার্ট ডিভাইস কম এনার্জি ব্যবহার করে। এগুলো প্রয়োজন অনুযায়ী কাজ করে, ফলে অপচয় কম হয়। উদাহরণ হিসেবে তিনি বলেন, স্মার্ট ফ্রিজ কম বিদ্যুৎ খরচ করে। স্মার্ট ওয়াশিং মেশিন কম পানি ব্যবহার করে এবং নির্দিষ্ট সময়েই কাজ শেষ করে। স্মার্ট এসি এনার্জি সেভ মোডে চলে এবং বাইরে থেকেও বন্ধ করা যায়। তিনি বলেন, এআই এখন সব স্মার্ট ডিভাইসের অন্যতম বড় শক্তি। টিভিতে কনটেন্ট সাজেশন, ফ্রিজে স্বয়ংক্রিয় কুলিং কন্ট্রোল, ওয়াশিং মেশিনে ফ্যাব্রিক অনুযায়ী ওয়াশ সেটিং এসবই এআইয়ের ভূমিকা। তিনি বলেন, আমরা এমন পণ্য তৈরি করছি যাতে ব্যবহারকারীর অভিজ্ঞতাকে আরও সহজ, বোধগম্য এবং স্মার্ট করে তুলতে পারে। তরুণরা দ্রুত ও স্মার্ট সমাধান চায় এ কথা মাথায় রেখে বাটারফ্লাই স্মার্ট পণ্যে অ্যাপ বেইজড কন্ট্রোল, ভয়েস কমান্ড, দ্রুত সার্ভিস সাপোর্ট এগুলোর ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছে। মুনতাসির চৌধুরী বলেন, আমরা এমন একটি বাংলাদেশ দেখতে চাই যেখানে ঘর, অফিস, শিল্প সবখানেই স্মার্ট প্রযুক্তির সহজ ব্যবহার থাকবে। জীবন হবে আরও দ্রুত, নিরাপদ, পরিবেশবান্ধব। তিনি জানান, ভবিষ্যতে বাটারফ্লাই আরও উন্নত এআই শক্তিশালী আইওটি সিস্টেম, অটোমেটেড সার্ভিস সাপোর্ট এবং উচ্চমানের এনার্জি সেভিং প্রযুক্তি নিয়ে কাজ করবে। আমাদের লক্ষ্য আরও সহজ, আরও সংযুক্ত ও আরও আরামদায়ক স্মার্ট লিভিং অভিজ্ঞতা দেওয়া।