ত্রিদেশীয় সিরিজের তৃতীয় দিনে পাকিস্তানের জার্সিতে দ্বিতীয় টি-টোয়েন্টি খেলেই ইতিহাস গড়লেন উসমান তারিক। রবিবার (২৩ নভেম্বর) রাওয়ালপিন্ডিতে জিম্বাবুয়ের বিপক্ষে হ্যাটট্রিক করে পাকিস্তানের চতুর্থ বোলার হিসেবে এই কীর্তি করেছেন ২৭ বছর বয়সী অফ স্পিনার।
উসমান তারিকের আগে পাকিস্তানের হয়ে টি-টোয়েন্টিতে হ্যাটট্রিক করেছিলেন ফাহিম আশরাফ, মোহাম্মদ হাসনাইন ও মোহাম্মদ নাওয়াজ। ২০১৭ সালে শ্রীলঙ্কার বিপক্ষে ফাহিম, ২০১৯ সালে একই দলের বিপক্ষে হাসনাইন এবং গত সেপ্টেম্বরে আফগানিস্তানের বিপক্ষে নাওয়াজ টানা তিন বলে তিন উইকেট নিয়েছিলেন।
জিম্বাবুয়ের রান তাড়ার ইনিংসে দশম ওভারে নিজের দ্বিতীয় ওভার করতে নামেন উসমান। প্রথম ডেলিভারিতে কোনো রান নিতে পারেননি টনি মুনিয়োঙ্গা। পরের বলটি সুইপ করে শর্ট ফাইন লেগে ধরা পড়েন তিনি। তৃতীয় ডেলিভারিতে পা বাড়িয়ে খেলার চেষ্টা করেও বোল্ড হন টাশিঙ্গা মুসেকিওয়া। পরের ডেলিভারিতে লং-অনে ধরা পড়েন ওয়েলিংটন মাসাকাদজা।
হ্যাটট্রিকের উল্লাসে উসমান উচ্ছ্বসিত হন। ওভারের শেষ দুই বলেও কোনো রান হয়নি। কোটার শেষ ওভারে আরও একটি উইকেট শিকার করেন তিনি। পুরো ম্যাচে ৪ ওভারে এক মেডেন দিয়ে ১৮ রান খরচায় ৪ উইকেট তুলে নেন উসমান তারিক।
বিডি প্রতিদিন/মুসা