কুমিল্লার বুড়িচং উপজেলায় ধানের শীষ প্রতীকের বিজয়ের লক্ষ্যে বিএনপি ও অঙ্গ সংগঠন সমূহের যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকাল ৩টায় উপজেলা সদর বন্ধন কমিউনিটি সেন্টারের হল রুমে নয়টি ইউনিয়নের নেতাদের উপস্থিতিতে সভার কার্যক্রম শুরু হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কুমিল্লা ৫ (বুড়িচং- ব্রাহ্মণপাড়া) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী হাজী জসীম উদ্দিন জসিম। উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট শরিফুল ইসলামের সভাপতিত্বে উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির বাবুল ও আবু নাসেরের যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথি উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাজী কবির হোসেন, উপজেলা বিএনপির সহ সভাপতি আব্দুর রহিম,সাবেক সভাপতি সানাউল্লাহ মোল্লা,
সাধারণ সম্পাদক হাজী মো. কামাল হোসেন,উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোঃ জাহাঙ্গীর আলম,বিএনপি নেতা জাহাঙ্গীর কাইয়ুম মিন্টু,উপজেলা বিএনপির প্রচার সম্পাদক আবু নসির ভুইয়া,মোকাম ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি জয়নাল আবেদীন চেয়ারম্যান উপজেলা বিএনপির সদস্য সাখাওয়াত হাফিজ।
এছাড়াও আরও উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের আহবায়ক জাবেদ কাউছার সবুজ চেয়ারম্যান,সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দোলন,কুমিল্লা দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক যুবদল নেতা মিয়া মোঃ সোহাগ পারভেজ,উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নজরুল ইসলাম ভূঁইয়া,সাবেক উপজেলা ছাত্রদলের সভাপতি যুবদলের যুগ্ম আহবায়ক মোঃ মনির হোসেন,বিআরডিবি চেয়ারম্যান কবির হোসেন,যুবদল নেতা শামীমুল ইসলাম,কাউসার,আনিসুর রহমান,সুজন,উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোঃ স্বপন আহমেদ পাখি,ছাত্রদলের যুগ্ম আহবায়ক মামুনুর রশীদ মামুন,সাদ্দাম হোসেন,রনি,নাইমুল হাসান পিয়াস, রায়হান,আরজু শাকিলসহ আরও অনেকে।
যৌথ সভায় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন যারা দলীয় মনোনয়ন প্রত্যাশি ছিলেন আসুন আমরা ধানের শীষ প্রতীকের পক্ষে পূর্বের ন্যায় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের নির্দেশনা মোতাবেক ঐক্য হয়ে ভোটারের ব্যালটের মাধ্যমে বিজয় সু-নিশ্চিত করি।ধানের শীষ প্রতীকের স্বার্থে আমরা এক ও অভিন্ন।
বিডি-প্রতিদিন/আশফাক