চাঁদপুর সদরের রাজরাজেশ্বরে নির্বাচনি গণসংযোগ করেছেন, চাঁদপুর-৩ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক।
শনিবার দিনব্যাপী এ গণসংযোগ ও উঠান বৈঠকে সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো ইউনিয়নে উৎসবের আমেজ পরিণত হয়।
সকালে প্রথম উঠান বৈঠকটি হয় ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বলাশিয়া চিরার চর বাবুল মিজির বাড়িতে। এরপর চিরারচর ছমিদ মৃধার বাড়ি, আমজাদ মিজির বাড়ি, মাঝেরচর ওসমান গাজীর বাড়ি ও ঢালীকান্দি ডিকে স্কুল মাঠে একের পর এক উঠান বৈঠকে যোগ দেন ফরিদ আহমেদ মানিক।
এসময় তিনি বলেন, রাজরাজেশ্বর ইউনিয়নের মানুষ দীর্ঘদিন উন্নয়নবঞ্চিত। এসব এলাকার মানুষের সমস্যা ও স্বপ্ন আমার জানা আছে। সুযোগ পেলে আপনাদের জীবনমান পালটে দেওয়ার জন্য নিরলস কাজ করবো।
তিনি আরও বলেন, ভোটে জয়ী হলে জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়া হবে। বয়স্কভাতা, প্রতিবন্ধী ভাতা, চিকিৎসা সহযোগিতাসহ প্রয়োজনে আপনাদের পাশে দাঁড়ানোই হবে আমার দায়িত্ব।
গণসংযোগের সময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মনিরা বেগম চৌধুরী, উপজেলা বিএনপির সভাপতি শাহজালাল মিশন, সাধারণ সম্পাদক হযরত আলী ঢালী, যুগ্ম সাধারণ সম্পাদক আক্তার হোসেন সাগরসহ রাজরাজেশ্বর ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গ সংগঠনের শতাধিক নেতা-কর্মীরা।
বিডি-প্রতিদিন/এমই