খাগড়াছড়ির ৯টি উপজেলার সনাতনী সম্প্রদায়ের লোকজনের সাথে নির্বাচনী মতবিনিময় সভা করেছেন বিএনপির মনোনীত প্রার্থী ওয়াদুদ ভূইয়া।
শনিবার রাতে খাগড়াছড়ি কলাবাগাস্থ বাসভবনের সম্মেলন কক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট, খাগড়াছড়ি এবং পার্বত্য হিন্দু উন্নয়ন সংসদের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি এবং আসন্ন নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী ওয়াদুদ ভূইয়া।
তিনি বলেন, শহীদ জিয়াউর রহমান সবসময় সকল সম্প্রদায়ের কথা চিন্তা করতেন। আমরাও তার আদর্শে দেশ গড়তে কাজ করেছি। পাহাড়ের আনাচে–কানাচে মঠ-মন্দির, মসজিদ, রাস্তাঘাটের উন্নয়ন করেছি। কিন্তু বিগত সরকার উন্নয়নের নামে অর্থ আত্মসাৎ করেছে এবং আপনাদের আবেগ নিয়ে খেলেছে। সাম্প্রদায়িক দাঙ্গা লাগিয়ে আপনাদের ব্যস্ত রেখেছে। আজ ছাত্র–জনতার গণঅভ্যুত্থানে সেই ফ্যাসিস্ট সরকার ও তাদের নেতাকর্মীরা পালাতে বাধ্য হয়েছে।
তিনি আরও বলেন, পাহাড়ের উন্নয়নে কাজ করতে আপনাদের সহযোগিতা চাই।
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন সনাতন সমাজ কল্যাণ পরিষদ কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক ইঞ্জিনিয়ার নির্মল দাশ। বক্তব্য রাখেন খাগড়াছড়ি জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি প্রবীণ চন্দ্র চাকমা, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবছার, যুগ্ম সম্পাদক এডভোকেট আ. মালেক মিন্টু, যুবদলের সভাপতি মাহাবুব আলম সবুজ, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি অশোক মজুমদারসহ সনাতন সম্প্রদায়ের নেতৃবৃন্দ।
মতবিনিময় সভায় খাগড়াছড়ির ৯টি উপজেলার সনাতনী সম্প্রদায়ের ব্যক্তিবর্গ এবং বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বিডিপ্রতিদিন/কবিরুল