জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সকল ক্লাস-পরীক্ষা আগামীকাল রবিবার বন্ধ থাকবে বলে জানিয়েছেন উপাচার্য অধ্যাপক মো. রেজাউল করিম।
শনিবার রাত ৯টার দিকে বাংলাদেশ প্রতিদিনকে মুঠোফোনে বিষয়টি নিশ্চিত করেন তিনি।
জবি উপাচার্য বলেন, ভূমিকম্পের উদ্বেগজনিত পরিস্থিতির কারণে কাল বিশ্ববিদ্যালয়ের চলমান সকল ক্লাস পরীক্ষা বন্ধ থাকবে। তবে জকসুর সকল কার্যক্রম চলমান থাকবে।
তিনি আরও বলেন, শিক্ষার্থীরা কয়েক দফায় হওয়া ভূমিকম্পের কারণে আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছে। এজন্য আমরা এই সিদ্ধান্ত নিয়েছি। তবে কাল বিশ্ববিদ্যালয়ের সকল দপ্তর ও অফিসিয়াল কার্যক্রম চলমান থাকবে।
উপাচার্য আরও বলেন, পরিস্থিতি কোন দিকে যায় সেই বিবেচনা করে আগামী সোমবারে আমরা পরবর্তী সিদ্ধান্ত জানিয়ে দেব।
এরপর বিশ্ববিদ্যালয়ের এক জরুরি বিজ্ঞপ্তিতে বলা হয়, সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, সাম্প্রতিক ভূমিকম্পজনিত উদ্বেগ ও আতঙ্কের কারণে আগামীকাল রবিবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস ও পরীক্ষা স্থগিত করা হলো। তবে বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল কার্যক্রম স্বাভাবিকভাবে চলবে। শিক্ষার্থীদের পরিবহন বন্ধ থাকবে। শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের বাস যথারীতি চালু থাকবে। জকসু নির্বাচনের সকল কার্যক্রমও পূর্বনির্ধারিতভাবেই চলবে। স্থগিত পরীক্ষার নতুন সময়সূচি সংশ্লিষ্ট বিভাগ যথাসময়ে ঘোষণা করবে। সকলকে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের অনুরোধ জানানো হচ্ছে।
এর আগে, দেশে ভূমিকম্পের ফলে উদ্ভূত পরিস্থিতিতে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতে এবং সম্ভাব্য মানসিক ট্রমা বিবেচনায় আগামীকাল রবিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস ও পরীক্ষা স্থগিত ঘোষণা করা হয়।
পরিস্থিতি মূল্যায়ন শেষে পরবর্তী করণীয় ও সিদ্ধান্ত শিগগিরই জানিয়ে দেওয়া হবে বলে জানিয়েছে ঢাবি প্রশাসন।
ঢাবি জনসংযোগ দপ্তরের উপপরিচালক ফররুখ মাহমুদ জানান, প্রশাসন সকল শিক্ষার্থী, শিক্ষক ও কর্মচারীর নিরাপত্তাকে প্রাধান্য দিয়ে এই পদক্ষেপ নিয়েছে।
বিডি প্রতিদিন/জুনাইদ