দুর্নীতিমুক্ত কৃষিখাতসহ ১৪ দফা দাবিতে ঝিনাইদহে ফারমার্স এসোসিয়েশনের উদ্যোগে কৃষক সমাবেশ করা হয়েছে। শনিবার দুপুরে এই প্রথম ওয়াজির আলী হাইস্কুল মাঠে এ সমাবেশের আয়োজন করলেন জেলা ফারমার্স এসোসিয়েশন।
বাংলাদেশ ফারমার্স এসোসিয়েশনের জেলা সভাপতি মোঃ কামরুজ্জামানের সভাপতিত্বে ও ফারমার্স এসোসিয়েশনের জেলা সাংগঠনিক সম্পাদক আহসানুল ইসলাম ডনের সঞ্চালনায় প্র্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কৃষি মন্ত্রনালয়ের অতিরিক্ত সাবেক সচিব মোঃ জাকির হোসেন।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ মোঃ কামরুজ্জামান, চেম্বার অব কমার্সের ঝিনাইদহ জেলা সভাপতি মোয়াজ্জেম হোসেন,ঝিনাইদহ জেলা খাদ্য কর্মকর্তা সাধন কুমার সরকার, ঝিনাইদহ কৃষি বিপনন কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মোঃ শরিফুল ইসলাম,ঝিনাইদহ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রঞ্জন কুমার সরকার,ঝিনাইদহ জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. এ.এস.এম আতিকুজ্জামান,ফারমার্স এসোসিয়েশনের প্রধান উপদেষ্টা ও সিও এনজিওর নির্বাহী পরিচালক মোঃ সামছুল আলম,সদর উপজেলা সিনিয়র মৎস্য অফিসার মোঃ গোলাম সরয়োর,ঝিনাইদহ জাতীয় ভোক্তা অধিকার সহকারী পরিচালক নিশাত মেহের,ঝিনাইদহ বিএডিসি (বীজ বিপনন) সিনিয়র ভারপ্রাপ্ত সহকারি পরিচালক শমী বাড়ৈ,সদর থানার অফিসার ইনচার্জ(ওসি) আব্দুল্লাহ আল মামুন, বাংলাদেশ ফারমার্স এসোসিয়েশনের জেলা সাধারন সম্পাদক মোঃ হারুন-অর-রশীদ মুছা,কৃষি উদ্যোক্তা ড.নজরুল ইসলাম,কৃষি উদ্যোক্তা মোঃ হেকমত আলীসহ ৬টি উপজেলার সভাপতি ও সাধারন সম্পাদকসহ সকল নেত্রীবৃন্দ। এছাড়া উপস্থিত ছিলেন জেলা-উপজেলা থেকে আগত কৃষি উদ্যোক্তা ও হাজারো সাধারন কৃষক-কৃষাণীসহ গন্যমান্য ব্যক্তিবর্গ।
বক্তারা বলেন,সরকারি প্রণোদনা থেকে কৃষকেরা সব সময় বঞ্চিত হয়ে আসছে। আর যদিও বা কোন সরকারি প্রনোদনার বীজ দেওয়া হয় তাতে ঘাষ ছাড়া কোন ফসল হয় না। আবার সেটি সঠিক সময়ে দেওয়া হয় না। তাই এ জেলায় কৃষি ক্লিনিক নির্মাণ ও কৃষি পুলিশ নিয়োগসহ কৃষকদের সর্বক্ষেত্রে নজর দেওয়ার জন্য সরকারকে বিশেষ ভাবে নজর রাখতে হবে। কারণ কৃষি প্রধান রাষ্ট্রে কৃষক ভাল থাকলে দেশ ও দেশের মানুষ ভাল থাকবে।
বিডি প্রতিদিন/এএম